প্রেস বিজ্ঞপ্তি:
ইনানী সী-বীচ টুরিষ্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শওকত হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নব-গঠিত ইনানী পাটুয়ারটেক পাথর রাণী সী-বীচ ষ্টুডিও মালিক সমবায় সমিতি।এসময় টুরিষ্ট পুলিশের এসআই এমদাদুল কবির ও এনএসআই মোঃ জুবায়েত উপস্থিত ছিলেন।বৃহস্পতিবার (২৯ অাগষ্ট) সন্ধা ৭ টার দিকে পাটুয়ারটেক নব-গঠিত ষ্টুডিও মালিক সমিতির নেতারা ইনানী টুরিষ্ট পুলিশের কার্যালয়ে এসে ওসির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।নবগঠিত ইনানী পাটুয়ারটেক পাথর রাণী সী-বীচ ষ্টুডিও মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ ইউনুছ ও সাধারন সাধারন সম্পাদক মোঃ অাবু তাহেরের নেতৃত্বে শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় উপস্হিত ছিলেন, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও উক্ত সমিতির উপদেষ্টা মোঃ শাহাব উদ্দিন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও উক্ত সমিতির উপদেষ্টা মোঃ জিয়াউর রহমান, উক্ত সমিতির উপদেষ্টা মোঃ অাবুল মনজুর ও আয়ুব তাহের।অারো উপস্হিত ছিলেন, উক্ত সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আমির হামজা, সহ-সভাপতি আলতাফ হোসেন, ১নং যুগ্ন-সাধারণ সম্পাদক জালিয়া পালং ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ কাসেম, ২নং যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন শুভ, ৭নং ওয়ার্ড মুক্তিযুদ্ধ প্রজন্মলীগেররর সভাপতি মোঃ আলা উদ্দিন প্রমুখ।এই সময় পাটুয়ারটেক পাথর রাণী সী-বীচ ষ্টুডিও মালিক সমবায় সমিতির অন্যন্য নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্হিত ছিলেন।শুভেচ্ছা বিনিময়কালে ইনানী টুরিষ্ট পুলিশের ওসি মো. মোঃ শওকত হোসেন জানান, ইনানী বীচ ও পাটুয়ারটেক পাথর রাণী বীচে আগত পর্যটকদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করবেন, এবং সেই সাথে ষ্টুডিও মালিক সমিতির বিভিন্ন দাবীগুলো ও পূরণের চেষ্টা করবেন বলে জানান তিনি।তিনি নবগঠিত পাটুয়ারটেক পাথর রাণী সী-বীচ ষ্টুডিও মালিক সমবায় সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।