ডেস্ক নিউজ:

কক্সবাজারের টেকনাফের ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে আসা সাত রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ অগাস্ট) রাতে বোয়ালখালী পৌর সদর থেকে তাদের আটক করা হয়। বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক হওয়া সাত রোহিঙ্গা হলো– মো. আলম, নুরুল আমিন, মতিউর রহমান, দিল হোসেন, নুর কবির, মো. জুবায়ের ও আবদুল মালেক।

পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘আটক সাত রোহিঙ্গাকে বোয়ালখালী পৌর সদরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কাজের খোঁজে তারা রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে পালিয়ে এসেছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় তাদের বিরুদ্ধে ১৯৪৬ সালের বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনের ১৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’