এম.জিয়াবুল হক, চকরিয়া:
চকরিয়া উপজেলার উপকুলীয় জনপদের সর্বোচ্চ বিদ্যাপীঠ বদরখালী ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি নতুন বাস দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও বদরখালী ডিগ্রি কলেজ গর্ভনিং বডির সভাপতি আলহাজ জাফর আলম।

শনিবার বদরখালী ডিগ্রি কলেজ পরিদর্শন ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি কলেজে শিক্ষার্থীদেরকে আধুনিক মান সম্পন্ন পাঠদানে শিক্ষকদের পরামর্শ দেন। এসময় একাদশ, দ্বাদশ ও সম্মান শ্রেণীর শিক্ষার্থীর ‘মোটিভিশনাল ক্লাস’ নেন তিনি। এছাড়াও তিনি শিক্ষার্থীদের সঠিক সময়ে খাওয়া, ঘুম, পড়ালেখা-খেলাধুলা করার জন্য উপদেশ দেন।

চকরিয়া ও পেকুয়ার ২৫ ইউনিয়ন ও একটি পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্টানের মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন এমপি জাফর আলম। এরই অংশ হিসেবে নিয়মিত সকল স্কুল-কলেজে পরিদর্শন ও মতবিনিয়ম সভা করে আসছেন তিনি।

সভায় সংসদ সদস্য আলহাজ জাফর আলম বলেন, ‘কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খোকা নাম হয়েছিল, কোথায় জন্মগ্রহণ করেন, তিনি সবার মাঝে কেন আদর্শ ব্যক্তি হলেন, কেন স্বাধীনতার ডাক দিলেন, কেন এতবার কারাবরণ করতে হয়েছে, কি কারণে এবং কত সালে ঐতিহাসিক ভাষণ দিলেন ইত্যাদি। বঙ্গবন্ধুর আদর্শেকে ধারণ করে ভবিষ্যত প্রজন্মকে গড়ে উঠতে হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব মানবতার নেত্রী। যুক্তরাজ্যবিত্তিক ব্রাউন গার্ল ম্যাগাজিন স্বীকৃতি দিয়েছে তিনি বিশ্বের ১০জন আপসহীন নেত্রীর মধ্যে একজন।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘সারা দেশে এখন উন্নয়নের জোয়ার চলছে। কলেজের পাশেই মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, রেল লাইনের নির্মাণ কাজ চলছে। সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।’

ক্লাস নেয়ার সময় এমপি জাফর আলম শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে সম্পর্কে জানতে চান। একাদশ শ্রেণীর ২য় বর্ষের ছাত্র মো. আব্দুল্লাহর কাছে জানতে চান তুমি বড় হয়ে কি হতে চাও? এমপি জাফর আলমের প্রশ্নের জবাবে আব্দুল্লাহ বলেন, ‘ বড় হয়ে সে আইনজীবি হবে।’ একই প্রশ্ন করেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী তাহিয়াতুল জান্নাতকে। তাহি বলেন, ‘সে বড় হয়ে কলেজের শিক্ষক হতে চান।’

বদরখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন বলেন, ‘সংসদ সদস্য হয়ে তিনি আমাদের কলেজের শিক্ষার্থীদের ক্লাস নেবেন সেটা ভাবতে পারিনি। এমপি স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা ও শিক্ষার্থীরা খুশি এবং আনন্দিত। তাঁর ক্লাস শিক্ষার্থীরা খুব উপভোগ করেছে।’

এমপি জাফর আলম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষার্থীদের পাঠদান ও ছাত্রছাত্রীদের জীবন গড়তে প্রয়োজনীয় নির্দেশনা চকরিয়া-পেকুয়ায় শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখছে বলে মনে করছেন সচেতন মহল। এসময় বদরখালী ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি বাস দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বদরখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, বদরখালী সমিতির সম্পাদক (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদিন খাঁন, সাবেক সহ-সভাপতি মাস্টার শাহাব উদ্দিন, কলেজের সহযোগী অধ্যাপক মধ্যে নুর মোহাম্মদ হানিফ, আবছারুজামান, অধ্যাপক মো. ইব্রাহিম, আ ন ম আরিফুল ইসলাম, মনির হোসেন প্রমুখ। এছাড়াও সভায় কলেজ গর্ভনিং বডির সকল সদস্য এবং সুধীজন।