প্রেস বিজ্ঞপ্তি :

আজ ২৮ আগষ্ট বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার অন্যতম সু-শৃঙ্খল ইউনিট কক্সবাজার পৌর শাখার উদ্যেগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট নিহতদের স্মরণে কক্সবাজার পৌর শহরে কক্সবাজার পৌর ছাত্রলীগের উদ্যেগে স্মরণকালের বিশাল শোক র‌্যালী ও র‌্যালী পরবর্তী, কক্সবাজার শহর ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হাসান ইকবালের রিপনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক শাকিল আজমের সঞ্চালনায় একটি পথসভা অনুষ্ঠিত হয়,উক্ত পথসভায় বক্তারা ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের প্রতি শোক জানান এবং সেদিন ইতিহাসের সেই জঘন্যতম খুনিদের যারা এখনো বিদেশে পলায়নরত অবস্থায় রয়েছেন,তাদের দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের দাবী জানান,উক্ত পথসভায় বক্তব্য রাখেন,কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম,কক্সবাজার পৌর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জনাব,নজিবুল ইসলাম চৌধুরী,কক্সবাজার জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ স¤পাদক ছাত্রনেতা মোরশেদ হোসাইন তানিম , কক্সবাজার জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ স¤পাদিকা নারিমা জাহান,জেলা ছাত্রলীগের উপ-দপ্তর স¤পাদক মইন উদ্দিন,জেলা ছাত্রলীগের সহ স¤পাদক আনসারুল করিম,জেলা ছাত্রলীগের সদস্য রাহাত উদ্দিন বাপ্পী,সেই সাথে আরো উপস্থিত ছিলেন,কক্সবাজার শহর ছাত্রলীগের যুগ্ন সাধারণ স¤পাদক মো:ইফাত,এবং স্কুল ছাত্র বিষয়ক স¤পাদক আলী আনান আলফী সহ,কক্সবাজার শহর ছাত্রলীগের আওতাধীন, ১২ নং ওয়ার্ড (উত্তর)শাখার যুগ্ন আহব্বায়ক আজিম উদ্দিন,সাদমান ইশরাক,১২নং ওয়ার্ড (দক্ষিণ)শাখার সভাপতি মো:এখলাস ও সাধারণ স¤পাদক আশরাফ

ইমন,১১নং ওয়ার্ডের যুগ্ন আহব্বায়ক,রাফসান আরজু,আদিল শাহারিয়ার,১০ নং ওয়ার্ডের, সাধারণ স¤পাদক ইনতিসার সাজিন,সামি,শাহিন,৯নং ওয়ার্ডের সভাপতি রায়হান সিদ্দিকী,৭নং ওয়ার্ড (পাহাড়তলি)শাখার সভাপতি মো:রুবেল চৌধুরী,সাধারণ স¤পাদক, মো:আলমগির হোসাইন

আলীফ,৪নং ওয়ার্ড ছাত্রলীগের ছাত্রনেতা,ইরফান,হাসিব,ও আসিফুল করিম,এবং ৩নং ওয়ার্ডের ছাত্রনেতা সাজিন সহ টেকনিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারণ স¤পাদক,ঈসমাইল সোহাগ,জরিফ,হাসেমিয়া আলীয়া মাদ্রাসা ছাত্রলীগের ছাত্রনেতা,জামাল বীন তাহের,খালেক মাসুদ,পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শিমুল,ইউনুস,কলাতলি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি /সম্পাদক যথাক্রমে সাজ্জাদ,শাহাবউদ্দিন,মোজাম্মেল মেমোরিয়াল হাই স্কুলের সভাপতি /সম্পাদক যথাক্রমে,ওসমান সরোয়ার ও দৃষ্টি মাহমুদ,এবং কক্সবাজার মডেল হাই স্কুল ছাত্রলীগের আহব্বায়ক/যুগ্ন আহব্বায়ক ফাহিম/আরাফাত/শামিমের নেতৃত্ব বিশাল মিছিল সহকারে উক্ত র‌্যালীতে

অংশগ্রহণ করে পরবর্তীতে র‌্যালীটি লালদিঘী পাড় হয়ে হলিটে মোড়ে গিয়ে পথসভার মাধ্যমে সমাপ্ত ঘোষনা করা হয় ।