আবদুল মজিদ, চকরিয়া:
চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পহরচাঁদা সবুজ পাড়া এলাকায় দীর্ঘদিনের চলাচল জবর দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে স্থানীয় জনসাধারণ ২৮ আগষ্ট বেলা ২টায় ঘটনাস্থলে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ ও ফরেষ্ট বনবিভাগে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার পর স্থানীয় চেয়ারম্যান ও সাংবাদিকরা পরিদর্শন করেন।

অভিযোগে জানা গেছে, বরইতলী ইউনিয়নের পহরচাঁদা কুতুব বাজারের সামান্য পশ্চিম-উত্তর পাশে সবুজ পাড়া যাতায়াতের জন্য দীর্ঘদিনের একটি চলাচল পথ রয়েছে। ওই পথ দিয়ে প্রতিদিন কয়েকশত পরিবার যাতায়াত করে। কিন্তু বনবিভাগের রিজার্ভ জমি থাকা মোজাহের আহমদের পুত্র আকতার আহমদ তার ভোগ দখলীয় জমি দাবী করে গত কয়েকদিন ধরে চলাচল পথে মাটি ফেলে জবর দখলে নেওয়ার পায়তারা চালাচ্ছে। এনিয়ে স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করা হলে চেয়ারম্যান ও তাহার পরিষদের মেম্বার ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সরে জমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। এদিকে ২৭ আগষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষর সহকারে লিখিত অভিযোগ দেন স্থানীয়রা এবং ২৮ আগষ্ট সাংবাদিকদের উপস্থিতিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, আবদু ছালাম, সাহাব উদ্দিন, শামসুল আলম, দেলোয়ার হোসেন, বশির আহমদ, ফরিদ আহমদ,নুরুল হোছাইন, তাজবীর হোসেন, আলমগীর, আলী হোসেন,মো: হোসেন, মো: হাসান,নুরুল কবির, জামাল, আমিন, বেলাল, হেলাল, মোস্তাবিক বিল্লাহ, আনোয়ার হোসেনহারুন, রুহুল আমিন, নুর মোহাম্মদ,নুরুল কাদের, মো: ইউনুছ, গনিমুদ্দিন, আবদুল মালেক, খলিল. কালু প্রমূখ। অপরদিকে জানতে চাইলে আকতার আহমদ বলেন, তার ভোগ দখলীয় জমির উপর দিয়েই ওই চলাচল পথটি। চলাচল পথের পরও তার ভোগ দখলীয় রিজার্ভ জমি রয়েছে। তিনি বিকল্প পথ দিয়ে চলাচলের ব্যবস্থা করতে চেয়েছিলেন। তাতে স্থানীয়রা রাজি না হলে তার ভোগ দখলীয় জমিতে ফের চলাচল পথ উন্মুক্ত করে দেবেন বলে জানান।