টেকনাফ সংবাদদাতা:
অবিলম্বে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেছে নবগঠিত টেকনাফ উপজেলা বিএনপি।

মঙ্গলবার বাদে আছর নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত মিছিল থেকে বক্তারা এ দাবী জানায়।

মিছিলটি হ্নীলা বাসষ্টেশন প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এক পথসভায় মিলিত হয়।

হ্নীলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ মেম্বারের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ হারুনের পরিচালায় এতে বক্তব্য রাখেন- জেলা যুবদলের সদস্য রফিকুল আলম চৌধুরী, হ্নীলা উত্তর শাখা যুবদলের সাবেক যুগ্মআহবায়ক হারুন অর রশিদ।

নতুন কমিটির সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী, সিনিয়র সহসভাপতি মোঃ হাশেম মেম্বার (সিআইপি), সহসভাপতি ফরিদ উদ্দিন ফারুকী, নুরুল আমিন চৌধুরী, শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক, যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মেম্বার এবং সাংগঠনিক সম্পাদক এডভোকেট ছলিমুল মোস্তফাকে স্বাগত জানিয়েছে মিছিলে দলের তৃণমুলের নেতদাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে।

যোগ্য নেতাদের সমন্বয়ে কমিটি করায় কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদিকা এডভোকেট শামীম আরা স্বপ্নাকে সভা থেকে ধন্যবাদ জানানো হয়।

মিছিলে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সদস্য মোক্তার হোসেন বাপ্পী, লোকমান হাকিম, হোয়াইক্যং দক্ষিণ শাখা যুবদলের আহবায়ক রিফাত মোঃ জাকারিয়া, হ্নীলা দক্ষিণ শাখা যুবদলের সাবেক সভাপতি হোছাইন মোহাম্মদ আনিম, উপজেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মুহাম্মদ জুবাইর ওসমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম হৃদয়, ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ফায়সাল, যুবদল নেতা আবু তালেব, ছাত্রদল নেতা জুনাইদ, মোঃ ইসমাঈল, মোঃ আব্দুল্লাহ, উপজেলা যুবদলের সদস্য মোঃ হাসান, মোঃ আমিন, সরওয়ার কামাল, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, হাফেজ ইব্রাহীম, আলমগীর, মোঃ আলম, আজাদ হোছাইন, রহমত উল্লাহ, বিএনপি নেতা আব্দুর রহমান জন, মোঃ ইউছুপ, যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া, সালাহ উদ্দিন, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা মোঃ ইব্রাহীম, মাহমুদুর রহমান প্রমুখ।

এতে বক্তারা বলেন, দীর্ঘদিন পর টেকনাফ উপজেলা বিএনপি তারুণ্য নির্ভর ও উদ্যমী কমিটি উপহার দিয়েছেন। এই কমিটি সঠিক কর্মকান্ডের মাধ্যমে টেকনাফ উপজেলাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাটিতে পরিণত করতে কার্যকর ভূমিকা পালন করবে। আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতাকে কুক্ষিগত করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করে আসছে। আমরা টেকনাফের বিএনপির এই নতুন নেতৃত্বের মাধ্যমে টেকনাফ থেকে খালেদা জিয়াকে মুক্তির আন্দোলন শুরু করব। তখন সরকার নিরুপায় হয়ে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বাধ্য হবে। আসুন সবাই জাতীয়তাবাদী পরিবারের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার দ্রæত মুক্তির লক্ষ্যে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান।