এম আবুহেনা সাগর,ঈদগাঁও :
চট্টলা হজ্ব গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড এর নতুন এমডি মনোনীত হলেন ব্যাংকার এবং মানবাধিকারকর্মী ঈদগাঁওর এম রেজাউল করিম নোমান। যার হজ্ব লাইসেন্স নং ৭১৭।
বিগত ২৫ আগষ্ট কক্সবাজারে এক অনুষ্টানের মাধ্যমে চট্টলা হজ্ব গ্রুপের চেয়ারম্যান নেজাম উদ্দিন নোমানকে নতুন এমডি হিসেবে মনোনীত করেন। নোমান সদরের ইসলামাবাদের হাজী পরিবারের হাজী বাড়ীর কৃতি সন্তান।
তিনি চট্টলা হজ্ব গ্রুপের বর্তমান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সকলের সাবির্ক সহযোগিতা কামনা করেছেন।