নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার এয়ারপোর্ট সংলগ্ন মাদরাসা জামেয়াতুল আবরারের জমিদাতা, এমএ মতিন এন্ড কোং এর সত্ত্বাধিকারী আবদুল মতিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
বার্ধক্যজনিত কারণে আজ (সোমবার) সকাল ৭ টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি এক ছেলে ৪ মেয়ের জনক।
মরহুম আবদুল মতিনের নামাজে জানাজা আজ বাদে আছর এয়ারপোর্ট জামে মজিদের মাঠে অনুষ্ঠিত হবে বলে জানান মাদরাসা জামেয়াতুল আবরারের মুহতামিম (পরিচালক) মাওলানা আতাউল করিম।
আবদুল মতিন একাধারে ব্যবসায়ী, দানবীর ও সমাজসেবক ছিলেন। একজন দ্বীনপ্রেমিক ব্যক্তির মৃত্যুতে প্রকৃত একজন অভিভাবক ও ইসলামের সেবককে হারিয়েছেন বলে শোক প্রকাশ করেছেন মাওলানা আতাউল করিম। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।