মোঃ ফারুক, পেকুয়াঃ
পেকুয়ায় আজিম উদ্দিন নামের এক যুবক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবন পাড়ার মোস্তাক আহমদের ছেলে।

রবিবার (২৫আগস্ট) ওই যুবক জ্বর নিয়ে পেকুয়া নুর হাসপাতালে ভর্তি হলে চিকিৎসক মুজিবুর রহমান রক্ত পরিক্ষা শেষে তার কাছে ডেঙ্গু রোগ শনাক্ত করে।

রোগীর আত্বীয় শহিদুল ইসলাম আজিজ বলেন, গত এক সপ্তাহ আগে তিনি ঢাকা থেকে গ্রামে আসেন। তার একদিন পরে জ্বর দেখা দেয়। রবিবার সকালে তাকে পেকুয়া নুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তার রক্ত পরিক্ষা করলে ডেঙ্গু রোগ শনাক্ত হয়। সন্ধ্যায় বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

চিকিৎসক মুজিবুর রহমান বলেন, সকালে আজিম উদ্দিন নামের এক যুবক জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরিক্ষার পর তার শরীরে ডেঙ্গু রোগ শনাক্ত হয়। তবে ছেলেটা ঢাকার একটি কম্পিউটার দোকানে চাকরি করে। সেখানেই তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। পেকুয়ায় ডেঙ্গু রোগের প্রকোপ এখন পর্যন্ত ধরা পড়েনি।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ছাবের আহমদ বলেন, ডেঙ্গু রোগীর বিষয়টি আমার জানা নাই। খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি।