এম আবুহেনা সাগর,ঈদগাঁও :

সদরের ঈদগাঁওর শিয়াপাড়া,দরগাহপাড়া এবং ভাদিতলা সড়কের যাতায়াতের প্রধান সড়কটি সংস্কারের অভাবে জনদুর্ভোগ চরম আকার ধারন করছে। প্রতিনিয়ত ৮/১০ হাজার সাধারন মানুষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের অসংখ্য শিক্ষার্থী,শ্রমিক ও নানা শ্রেণী পেশার লোকজন প্রতিদিন যাতায়াত করে থাকে এ সড়ক দিয়ে। এটি ছাড়া তিন গ্রামবাসীর যাতায়াতের আর কোন বিকল্প পথ নেই। দীর্ঘকাল ধরে ভাদীতলা যাতাযাতের সড়কটি অযন্তে অবহেলায় পড়ে রয়েছে। দেখার যেন কেউ নেই। লোকজন সড়কের পাশ্বর্বতী মসজিদে নামাজ পড়তে আসা যাওয়াকালে চরম অবস্থায় পড়তে দেখা যায়। এমনকি সড়কের দুই পাশের ব্যবসায়ীরা সড়কের কদমাক্ত আর পঁচা পানি নিয়ে বেকায় দায় পড়েছেন আবার সড়ক দিয়ে পল্লী বিদ্যুৎ অফিসে বৃহৎ এলাকার লোকজন আসছে নিদারুন কষ্টের মধ্য দিয়ে। চলাচলের সড়কটি দ্রুত সংস্কার করার দাবী ঈদগাঁওর ৭নং ওয়ার্ড় বাসীর। নিরাপদ যাতায়াতের সু ব্যবস্থা করার প্রতি সাংসদ সাইমুম সরওয়ার কমলের নিকট জোরদাবী জানান রিয়াদ নামের এক ছাত্রলীগ কর্মী।

ওয়ার্ড আ,লীগ সভাপতি মৌলভী মনজুর আলম জানিয়েছেন, দীর্ঘ এক বছর যাবত ধরে সড়কটি মরন দশায় পরিণত হয়ে পড়েছে। যাতাযাতে নিদারুন কষ্ট পাচ্ছে অসংখ্য লোকজন। যান বাহন চলাচলতো দূরের কথা,পায়ে হেঁটে যাওয়া মহামুসকিল হয়ে পড়ছে।

ওয়ার্ড মেম্বার জিয়াউল হকের মু্ঠোফোনে যোগা যোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে লাইন কেটে দেয়।