সংবাদ বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার আয়োজনে এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বিএমএ কক্সবাজার শাখার সার্বিক সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৩ আগষ্ট) সকাল ৯টায় পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে রোগিদের সেবা প্রদানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখার আহŸায়ক এবং বিএমএ কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান।

সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা পিতা মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে রাষ্ট্রের সমৃদ্ধি ও নাগরিক জীবনযাত্রার মানোন্নয়নে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসেবা সুনিশ্চিত করেছেন। প্রান্তিক জনপদে চিকিৎসা সেবার উন্নতি করে শিশু ও মাতৃমৃত্যুহার হ্রাস করে বিশে^র বহু রাষ্ট্রের রোল মডেল এবং জাতিসংঘের স্বীকৃতি লাভ করেছেন। জননেত্রী শেখ হাসিনা মানবিক সমাজ প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সমৃদ্ধির মধ্য দিয়ে প্রমাণ করেছেন আওয়ামী লীগ গণমানুষের আস্থা ও বিশ^াসের অদ্বিতীয় ঠিকানা। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক এমএ মঞ্জুর।

আলোচনা সভা শেষে বিশেষজ্ঞ চিকিৎসকসহ শতাধিক চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা সহকারে বিভিন্ন বয়সের ৬ হাজার নারী-শিশু ও পুরুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। চিকিৎসা ক্যাম্পে পৃথক ৩০ টি কেন্দ্রে চিকিৎসকরা রোগীকে রোগ নির্ণয়পূর্বক ব্যবস্থাপত্র প্রদান করেন। ব্যবস্থাপত্র অনুযায়ী রোগিদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ক্যাম্পের প্যাথলজি বিভাগের বিনামূল্যে ইসিজি, ইকো-কার্ডিওলজি, রক্ত গ্রæপ নির্ণয়, আল্ট্রাসনো, ডায়বেটিকস, হেপাটাইটিস বি ও সি সহ পরীক্ষা ও রিপোর্টপত্র দেওয়া হয়।

চিকিৎসা সেবায় নিয়োজিত বিশেষজ্ঞরা হলেন- সহকারী অধ্যাপক (শিশু সার্জারী) ডা. মাহফুজুল কবির, সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. ফরহাদ হোসেন, সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. আ ম ম রেজাউল করিম, সহযোগী অধ্যাপক (হেপাটোলজি) ডা. আবুল রকত মো. আদনান, সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক সার্জারী) ডা. মো. কাউসারুল মতিন, সহযোগী অধ্যাপক (অর্থো সার্জারী) ডা. মো. আইয়ুব আলী, সহযোগী অধ্যাপক (ফিজিক্যাল মেডিসিন) ডা. মো. জহিরুল হক ভুঁইয়া, সহযোগী অধ্যাপক (ইউরোলজি) ডা. মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক (গাইনী) ডা. শিরিন আক্তার জাহান, সহকারী অধ্যাপক (গাইনী) ডা. জাকিয়া আফরোজি, সহকারী অধ্যাপক (প্যাথলজি) রূপস পাল, সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. নুরুল আলম, সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. ইউনুস, সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. আশরাফুল ইসলাম, সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. প্রতীক চৌধুরী, সহকারী অধ্যাপক (সার্জারী) ডা. মো. শাখাওয়াত হোসেন, সহকারী অধ্যাপক (সার্জারী) ডা. আনিসুল হোসেন, সহকারী অধ্যাপক (সার্জারী) ডা. মো. ওমর ফারুক, সহকারী অধ্যাপক (অর্থোপেডিক সার্জারী) ডা. মাহমুদুর রহমান, সহকারী অধ্যাপক (পেডিয়াট্রিক সার্জারী) ডা. রূপম তালুকদার, সহকারী অধ্যাপক (ইএনটি-এনাটমি প.বিপ.) ডা. মো. মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক (ইএনটি) ডা. এস এম তারেক উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক (ইএনটি) ডা. মো. হাসান জাফর, সহকারী অধ্যাপক (নিউরোলজি) ডা. মো. তৈয়ব, সহকারী অধ্যাপক (নিউরোলজি) ডা. মো. সালাহ উদ্দিন, সহকারী অধ্যাপক (নেফ্রোলজি) ডা. রকিবুল হাসান, সহকারী অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) ডা. ওসমানুর রশিদ, সহকারী অধ্যাপক (শিশু) ডা. মো. নুরুল আলম, সহকারী অধ্যাপক (শিশু) ডা. মো. শামসুজ্জামান, সহকারী অধ্যাপক (ডার্মাটোলজি) ডা. মো. রইস উদ্দিন, সহকারী অধ্যাপক (ডার্মাটোলজি) ডা. মো. আশেক এলাহী, সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. জসিম উদ্দিন সাদা, সহকারী অধ্যাপক (কার্ডিওলজি- চঃদঃ) ডা. জাহিদুল মোস্তফা, সহকারী অধ্যাপক (ফিজিক্যাল মেডিসিন) ডা. মো. আব্দুর রহিম, সহকারী অধ্যাপক (ফিজিক্যাল মেডিসিন) ডা. মো. আহসানুল হক, সহকারী অধ্যাপক (এন্ডোক্রাইনোলজি) ডা. শংকর বড়–য়া, সহকারী অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টারোলজি) ডা. মো. আবু ফয়সল, প্রভাষক (মাইক্রোবায়োলজি) ডা. মো. অহিদুল হেলাল, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. কবির আহমেদ, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. আবু মো. শামশুদ্দিন, আর ফি ডা. মো. শাহজাহান, মেডিকেল অফিসার ডা. মো. ইয়াসির আরফাত, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. মো. আরিফ হোসেন, আরএস ডা. টুটুল তালুকদার, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. এসএম সরওয়ার, অর্থোপেডিক ডা. কামাল, অর্থোপেডিক ডা. মোস্তফা সাদেক, জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিকস) ডা. মো. আলী হোসাইন সুমন, অর্থোপেডিক ডা. নাদিম, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. খায়রুন্নেছা মুন্নী, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. ইফফাত সানিয়া, সহকারী রেজিষ্ট্রার (গাইনী) আরিফা মেহের রুমী, সিনিয়র কনসালটেন্ট (চক্ষু) ডা. মো. গিয়াস উদ্দিন, ইএনটি বিভাগ ডা. মানব কুমার চৌধুরী, ইএনটি বিভাগ ডা. চিশতি, মেডিকেল অফিসার (চর্ম ও যৌন) ডা. এলিজা পারভীন, সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. সাঈদ মো. হাসান, জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. লুৎফুর নাহার বেগম, শিশু বিভাগ ডা. মো. ফখরুল কবির, ডা. আশীষ দে, ডা. শহিদুল আলম, দন্ত বিভাগ ডা. বশির আহমেদ, মানসিক রোগ বিভাগ ডা. কফিল উদ্দিন। জুনিয়র ডাক্তাররা হলেন- ডা. তানিম. ডা. আরিফ, ডা. সাগর, ডা. জ্যাকসন, ডা. রেজা, ডা. রাকিব, ডা. পিংকি, ডা. শাহনাজ, ডা. ফাইজা, ডা. ঈশা, ডা. আজাদী ও ডা. মিলন প্রমুখ।

দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা এথিন রাখাইন, আব্বাস উদ্দিন চৌধুরী, নুরুল আবছার, এসএম কামাল, অ্যাড. ফরিদুল আলম, অ্যাড. তাপস রক্ষিত, ইউনুচ বাঙালী, আবুহেনা মোস্তফা কামাল, খোরশেদ কুতুবী, কাজী মোস্তাক আহমেদ শামীম, হেলাল উদ্দিন কবির, আবু তাহের আজাদ, ড. নুরুল আবছার, অ্যাড. আব্দুর রউফ, মোহাম্মদ নজিবুল ইসলাম, উজ্জল কর, রহিম উদ্দিন, সোহেল আহমেদ বাহাদুর, তাহামিনা চৌধুরী লুনা, মির্জা ওয়াইদ রুমেল। পৌর আওয়ামী লীগ নেতা হাজি এনামুল হক, আসিফ উল মওলা, নাজিম উদ্দিন, এবি ছিদ্দিক খোকন, মিজানুর রহমান, শাহাব উদ্দিন, শাহনেওয়াজ চৌধুরী, জিয়াউল্লাহ চৌধুরী, আহমেদ উল্লাহ, হাবিব উল্লাহ, তাজউদ্দিন, শুভদত্ত বড়–য়া, সেলিম নেওয়াজ, খোরশেদ আলম রুবেল, জহিরুল কাদের ভুট্টু, মেজবাহ উদ্দিন কবির, নজরুল ইসলাম, নুর মোহাম্মদ, আব্দুল মজিদ সুমন, সাধন বড়–য়া, মোবারক হোসেন, সাগর দাশ সাজু, আজিমুল হক, আমির উদ্দিন, মিন্টু দাশ, ফয়সল হুদা, বজল আহমেদ, সোহেল রানা, সরওয়ার, রফিকুল হক।

স্বেচ্ছাসেবকদের দায়িত্বে ছিলেন যুবলীগ নেতা ডালিম, এড. সায়েম, ইমরুল কায়েস মানিক, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দিন, কাজী নাজিম কামরান, আলিম উদ্দিন, সাজ্জাদ পারভেজ নয়ন, জমির হোসেন, এড. আরিফ, সানাউল্লাহ, আমির হোসেন, আব্দুস সালাম ভেট্টু, শওকত আলী মানিক, সানাউল্লাহ, মো. ফারুক, রউফ নেওয়াজ, এড. ফয়সাল, মিজানুর রহমান হিমেল প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন নুরুল আলম সরকার।