প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ০৭ জনকে আটক করেছে। গত ২২ আগষ্ট   সকাল হতে ২৩ আগষ্ট সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ  মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) এর নেতৃতে পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোঃ খায়রুজ্জামান পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মোঃ ইয়াছিন পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, পুলিশ পরিদর্শক রোমেল বড়ুয়া, এসআই দেলোয়ার হোসাইন,এসআই কাঞ্চন দাশ, এসআই বেলাল উদ্দিন, এএসআই লিটন মিয়া, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৭ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। মোঃ আবুল কালাম, পিতা-মোঃ ইলিয়াস, সাং-মধ্যম নাপিতখালী, থানা ও জেলা-কক্সবাজার।

২। নুরুল আবছার, পিতা-মির আহমদ, সাং-জুমনগর, ইসলামপুর, থানা ও জেলা-কক্সবাজার।

৩। কামাল, পিতা-আঃ খালেক, সাং-সমিতিপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৪। মোঃ জাফর আলম, পিতা-আবুল হাশেম, সাং-জাদিমুরা, নয়াপাড়া, হৃীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

৫। মোঃ হাবিবুর রহমান, পিতা-মৃত আবু তাহের, সাং-তেতৈয়া পেত্মী বাপের পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৬। মোঃ বরকত উল্ল্যাহ, পিতা-বরকত উল্ল্যাহ, সাং-সওদাগর পাড়া, ভারুয়াখালী, থানা ও জেলা-কক্সবাজার।

৭। মোহাম্মদ আজাদ, পিতা-মৃত আবু তাহের, সাং-তেতৈয়া পেতনার পাড়া, খুরুশকুল, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ  মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।