বরাবরে,

পুলিশ সুপার মহোদয়

কক্সবাজার।

বিষয় : মিথ্যা হয়রানি ও নির্যাতন থেকে পরিত্রানের আকুল আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি নি¤œস্বাক্ষরকারী কক্সবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র মোবাইল মার্কেট বিলকিস শপিং কমপ্লেক্সের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। সেই সাথে উক্ত মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে বিগত ৮/৯ বছর ধরে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমি সরকারের উৎসাহে এবং পর্যটন খাতের তথা কক্সবাজারে পর্যটন প্রসারে উদ্দেশ্যে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে এপার্টমেন্ট ব্যবসা করছি কলাতলী ডলফিন মোড়ে অবস্থিত হোটেল ওয়াল্ডবীচ রিসোটে ভুমি মালিক ও ফ্ল্যাট ক্রেতাগণের মালিকানাধীন ৪০টি এপার্টম্যান্ট পরিচালনা করছি। যেখানে বর্তমানে ২০ জনেরও অধিক যুবক চাকরিরত আছে। যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এতে ইর্ষান্বিত হয়ে ডেভেলপার প্রতিষ্ঠান তাদের নিয়োজিত সন্ত্রাসী হত্যা মামলাসহ বহু মামলার আসামীদের নিয়ে গঠিত বাহিনী দ্বারা ২০১২ সালে হস্তান্তর যোগ্য ফ্ল্যাট সমূহ জবরদখল করিয়াছিল, ফ্ল্যাট ক্রেতাদের গঠিত সংগঠন ওয়াল্ডবীচ রিসোর্ট ফ্ল্যাট ওনার এসোসিয়েশন যাহার নিবন্ধন নং-২৩৫১, প্রশাসনের সহযোগিতায় কিছু ফ্ল্যাটের চাবি বুঝিয়া নেন এবং ভোগ দখলে যান। পরবর্তীতে আমার সাথে মাসিক ভাড়ার চুক্তিতে পরিচালনার জন্য সমিতির প্যাডে লিখিত দায়িত্ব প্রদান করেন এতে উক্ত সংজ্ঞবদ্ধ ডেভেলপার চক্র ক্ষিপ্ত হয়ে আমাকে নানাভাবে হয়রানি, আগত পর্যটকদের বাধা প্রদান, জোরপূর্বক টাকা আদায়, গেস্টদেরকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা হয়রানি করতে থাকে। যারই ধারাবাহিকতায় বিগত ২০শে আগষ্ট ওয়াল্ডবীচ রিসোর্ট থেকে সদর থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃতদের বাদ দিয়ে অসাধু সাংবাদিকের সাথে যোগসাজসে সংবাদপত্রে মিথ্যা সংবাদ পরিবেশন করেন। এছাড়াও উক্ত ডেভেলপার চক্র কারণে অকারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন, লিপ্টের সুইচ বিচ্ছিন্ন করণ এবং সরকার নির্ধারিত বিদ্যুৎ বিলের অধিক বিদ্যুৎ বিল আদায়, সার্ভিস চার্জের নামে প্রতি স্কয়ার ফিটে ৩ টাকা হারে জোর পূর্বক আদায় করছে, কিন্তু সার্ভিস তথা, অতিথি নিবন্ধন, রুম সার্ভিস, রেস্টুরেন্ট সার্ভিস, পার্টি সেন্টারসহ আরো অনেক সার্ভিস যাহা হস্তান্তর চুক্তিতে প্রদানের উল্লেখ আছে। তাহা কিছুই প্রদান করছে না, উক্ত বিষয়ে ভুমি মালিকগণের পক্ষ হতে সদর থানায় জিডিও অভিযোগ দায়ের করা আছে। বর্তমানে উক্ত চক্র বেপোরোয়া হয়ে তাদের অধীনে ছাড়া বাকি সব ফ্ল্যাট পরিচালনাকারীদের নানা ভাবে হয়রানি করছে যাহা অধীন ফ্ল্যাট ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে তাদেরকে অবগত করলে তারা অধিক ক্ষিপ্ত হয়ে অধীন ব্যবসায়ীক সুনাম জানমালের ক্ষতিসহ নানা অপতৎপরতায় লিপ্ত আছে। আপনার মাধ্যমে কক্সবাজারের সাংবাদিক ভাইদের অনুরোধ জানাচ্ছি মিথ্যা, বানোয়াট ও উপর্যুক্ত তথ্য ছাড়া সংবাদ পরিবেশন হইতে বিরত থাকার ও বিষয়টি তদন্ত ও করিয়া আইনগত ব্যবস্থা গ্রহনে মহোদয়ের নিকট আকুল আবেদন জানাচ্ছি। বর্তমানে উক্ত ডেভেলপার চক্র এতই বেপোরোয়া আগামী কয়েক মাসের মধ্যে আরো একাধিক ফ্ল্যাট ও কমন স্পেস ফ্ল্যাটের প্রকৃত মালিকগণকে বুঝিয়ে দিতে হচ্ছে তাই উক্ত চক্র আমার জানমালের ক্ষতি করার চেষ্টারত আছে।

অতএব, মহোদয়ের কাছে আকুল আবেদন একজন আইনমান্যকারী নিরহ পর্যটন ব্যবসায়ীর সুনাম ও জানমাল রক্ষার ব্যবস্থা গ্রহণে মহোদয়ের মর্জি হয়।

নিবেদক

শাহীনুল ইসলাম শাহীন

সভাপতি

ওয়াল্ড বীচ রিসোর্ট ফ্ল্যাট ব্যবসায়ী মালিক সমিতি

বিলকিস শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতি

সত্বাধিকারী, শাহীন টেলিকম, লালদিঘীর পাড়, কক্সবাজার

এসটি ট্রাভেল এ- লিভিং, ওয়াল্ড বীচ কলাতলী ডলফিন মোড়

পরিচালক-ওয়ার্ল্ড বীচ রিসোর্ট ফ্ল্যাট ওনারর্স এসোসিয়েশন লিমিটেডের পক্ষে

শাহীন রেস্তোরা এ- ক্যাটেরিং সার্ভিস ওয়াল্ড বীচ রিসোর্ট ১ম তলা

মোবাইল নং-০১৭৪১৯৯৫৫৮৪

E-mail : shahinworldbeachresort@gmail.com

website: www.hotelcox.com

সদয় অবগতি ও ব্যবস্থা গ্রহনের নিমিত্তে অনুলিপি প্রদান করা হইল :-

১। মাননীয় মন্ত্রী মহোদয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

২। মাননীয় মন্ত্রী মহোদয়, পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৩। মাননীয় পুুলিশ মহাপরিদর্শক মহোদয়, পুলিশ সদর দফতর, ঢাকা।

৪। মাননীয় ডিআইজি মহোদয়, চট্টগ্রাম রেঞ্জ।

৫। মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় সদর থানা, কক্সবাজার।

সিবিএন/বিজ্ঞাপন