মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে নিয়োগ পেয়েছেন সাঈকা শাহাদাত (১৭২৮২)। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সংস্থাপন শাখা হতে মঙ্গলবার ২০ আগস্ট ০১৪.১৯.০১৬.১৯.৬৯৫ নম্বর স্মারকে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রন্ঞ্জন সাহা কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাঈকা সাহাদাত সহ ৪ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসাবে নিয়োগ ও বদলী করা হয়েছে।

পেকুয়া উপজেলার বর্তমান ইউএনও মাহবুবুল করিম’কে (১৬৬৪৬) লক্ষীপুর জেলার রামগতি উপজেলার ইউএনও হিসাবে একই প্রজ্ঞাপনে বদলী করা হয়েছে। পেকুয়া উপজেলার নতুন ইউএনও সাঈকা সাহাদাত বিসিএস (প্রশাসন) ৩১ তম ব্যাচের একজন মেধাবী সদস্য। পুরাতন ঢাকার সূত্রাপুর থানার বাসিন্দা ও কক্সবাজার জেলা পুলিশের উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকে ২০১২ সালে জীবনসঙ্গি হিসাবে বেছে নেন। সাঈকা সাহাদাত পেকুয়া উপজেলার ইউএনও হিসাবে নিয়োগ পাওয়ার আগে ঢাকার শাহবাগে বিয়াম একাডেমিতে কর্মরত ছিলেন।