মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জে চতূর্থবারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার হয়েছেন কক্সবাজার জেলা পুলিশের আওতাধীন উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান। চলতি বছরের মে, জুন ও জুলাই মাস এবং তার আগে আরো একবার সহ মোট ৪ বার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরস্কার পেলো উখিয়া সার্কেল। বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় মঙ্গলবার ২০ আগস্ট চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম কক্সবাজার জেলা পুলিশের আওতাধীন উখিয়া সার্কেলের স্বনামধন্য অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকে জুলাই মাসের কৃতকর্মের জন্য আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠত্বের সম্মাননা, পদক ও সনদ প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম রেন্ঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরেশন এন্ড ক্রাইম) আবুল ফয়েজ, কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম, রেন্ঞ্জের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, রেন্ঞ্জভূক্ত ১১ টি জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। রেন্ঞ্জের ১১ টি জেলার ৫০ টি সার্কেলের মধ্যে উখিয়া সার্কেল চতূর্থ বারের মতো শ্রষ্টত্বত্বের ধারাবাহিকতা ধরে রাখার মাধ্যমে কক্সবাজার জেলা পুলিশ আরো সমৃদ্ধ ও মর্যাদাবান হলো। চৌকষ পুলিশ কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান কক্সবাজারে যোগদানের পর বিগত ১০ মাসে কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায়ও ৮ম বারের মতো জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হওয়ার গৌরব অর্জন করেন। পুরাতন ঢাকার সূত্রাপুরের বাসিন্দা সেলিম শাহ আলম ও দিলরুবা বেগমের গর্বিত সন্তান নিহাদ আদনান তাইয়ান ঢাকার সেন্ট গ্রোগারিস হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি, ঢাকার বিখ্যাত নটরডেম কলেজ হতে এইচএসসি এবং বুয়েট হতে কম্পিউটার সাইন্স এন্ড ইন্ঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি পাশ করেন। পরে জাপানের বিখ্যাত মিঝি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ‘পাবলিক পলিসি’ বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। ২০১২ সালে নিহাদ আদনান তাইয়ান বিসিএস (পুলিশ) এ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে এএসপি (শি.) হিসাবে নরসিংদী জেলা পুলিশে, এএসপি হিসাবে পুলিশ টেলিকমিউনিকেশনে, সিনিয়র এএসপি হিসাবে পুলিশ হেড কোয়ার্টার ও র‍্যাবের ইন্টেলিজেন্স ব্রান্ঞ্চে, অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে পুলিশ হেড কোয়ার্টার ও সর্বশেষ কক্সবাজারে ২০১৮ সালের ৬ অক্টোবর অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে যোগ দিয়ে এখনো উখিয়া সার্কেলে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। নিহাদ আদনান তাইয়ান ২০১২ সালে ঢাকার সাইকা শাহাদাতকে জীবন সঙ্গিনী হিসাবে বেচে নেন। তিনিও ৩১ তম বিসিএস (প্রশাসন) এর একজন মেধাবী কর্মকর্তা। তাইয়ান-সাইকা দম্পত্তির বৃহস্পতি এখন খুব তুঙ্গে থাকায় একইদিন অর্থাৎ মঙ্গলবার ২০ আগস্ট নিহান আদনান তাইয়ানের সহধর্মিণী সাইকা শাহাদাত কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে নিয়োগ পেয়েছেন। মেধাবী ও দক্ষ অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান তাঁর এ অর্জনের জন্য মহান আল্লাহরাব্বুল আলামীনের দরবারে লাখো কোটি শোকরিয়া জ্ঞাপন করে সিবিএন-কে বলেন, এজন্য তিনি পুলিশের চট্টগ্রাম রেন্ঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপরেশন এন্ড ক্রাইম) আবুল ফয়েজ, কক্সবাজারের চৌকস পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম, রেন্ঞ্জের সকল উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। চতূর্থবারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসাবে পুরস্কার পওয়ার পর নাহিদ আদনান তাইয়ান সিবিএন-কে বলেন-এ ধারাবাহিক প্রাপ্তি কখনো সম্ভব হতোনা, যদি উখিয়া ও টেকনাফ মডেল থানার সকল পুলিশ সদস্য একসাথে আন্তরিক হয়ে পেশাদারিত্বের সাথে কাজ না করতেন। এজন্য তিনি উভয় থানার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরো সাফল্যের জন্য তাদের আরো আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। তিনি বলেন, কৃতকর্মের স্বীকৃতি ও মূল্যায়নে তিনি প্রেরণা ও প্রত্যয়ে সমৃদ্ধ হয়েছেন। এ অর্জন তাঁর দায়িত্বপালনের পরিধি আরো বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ও অপেক্ষাকৃত কঠিন কাজে করতে তাঁর উৎসাহ আরো বেড়েছে। অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাহিয়ান রেন্ঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসারের এ পুরস্কার ও পদক উখিয়া ও টেকনাফ পুলিশের সকল সদস্যকে প্রতি উৎসর্গ করেন। প্রসঙ্গত, একইদিন চট্টগ্রাম রেন্ঞ্জের শ্রেষ্ঠ এসআই হিসাবে কক্সবাজার সদর মডেল থানার এসআই প্রদীপ চন্দ্র দে এবং রেন্ঞ্জের শ্রেষ্ঠ ডিবি ওয়াচার হিসাবে কক্সবাজার পুলিশের বিশেষ শাখার কনস্টেবল মোঃ শাহাদাত হোসেনকে একই অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। এদু’জন সহ কক্সবাজার জেলা পুলিশের ৩ জন পুলিশের চট্টগ্রাম রেন্ঞ্জে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলো।