নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের মাঝে কুরবানির মাংস বিতরণ করেছে তুর্কি দিয়ানত ফাউন্ডেশন (টিডিএফ)।
সোমবার (১৯ আগস্ট) সকালে শহরের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দাদের মাঝে মাংস বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংস্থাটির এশিয়া কো-অর্ডিনেটর হোজেন আজিজ।
এদিন কক্সবাজার শহরের ১৫ টি মাদ্রাসা, এতিমখানা ও ২০০ স্থানীয় পরিবারকে কুরবানির মাংস দেয়া হয়। এ সময় কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি, জেকে ট্রেড ইন্টারন্যাশনালের এমডি বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগের দিন উখিয়ার মরিচ্যায় স্থানীয় বাসিন্দাদের মাঝে কুরবানির মাংস বিতরণ করে সংস্থাটি।
তুরস্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা দিয়ানত ফাউন্ডেশন প্রতিবছর সারা বিশ্বের ১৯০ টি রাষ্ট্রে কুরবানির কর্মসূচি পালন করে থাকে। শুধুমাত্র মুসলমানদের মাঝে সংস্থাটির সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। এবছর রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়রাও কুরবানির মাংস পেয়ে সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।