মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

গত ১৫ আগষ্ট কলাতলী ডলফিন মোড় থেকে দক্ষিণে জমজম হ্যাচারী পর্যন্ত মেরিন ড্রাইভ সংযোগ সড়কটি উদ্বোধন করা হলেও গুরুত্বপূর্ণ এ সড়কটির পূর্নাঙ্গ সুফল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে-কক্সবাজার বেড়াতে আসা পর্যটক, দর্শনার্থী, মেরিন ড্রাইভকে কেন্দ্র করে আশেপাশে গড়ে উঠা রপ্তানিমূখী শিল্প প্রতিষ্ঠান ও স্থানীয় বাসিন্দারা। এজন্য, কক্সবাজার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের নির্দেশনায় কক্সবাজার পৌরসভা ও কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যৌথভাবে আগামী ২৬ আগষ্ট সোমবার কক্সবাজার পৌরসভা কর্তৃক UGIIP প্রকল্পের আওতায় সদ্য নির্মিত সড়কের উপর এখনো রয়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটিগুলো স্থানান্তরের কাজ করা হবে। কাজটি দ্রুত একদিনের মধ্যে সম্পন্ন করতে চট্টগ্রাম হতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ভারী ক্রেন আনবে কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। একারণে সকলের জানমালের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে কাজ করার বিষয়টি বিবেচনায় রেখে সেদিন মেরিন ড্রাইভ সংযোগ সড়কটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংযোগ সড়কটি বন্ধ থাকাকালীন সময় এই সড়কটির পূর্বের বিকল্প পথ সায়মান রিসোর্টের সামনে দিয়ে সমুদ্র সৈকত হয়ে যাতায়াত ও যানবাহন চলাচলের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ১৮ আগষ্ট রোববার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও এডিসি (সা.) মোহাঃ শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউএনও বৃন্দ, বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলী বৃন্দ, জেলার উন্নয়ন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র সহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন। সভায় মেরিন ড্রাইভ সংযোগ সড়কে যান চলাচলকালীন সময়ে যাত্রীদের নিরাপত্তা ও যানজট নিরসনের লক্ষ্যে নির্মিত ড্রেনের উপর স্ল্যাব নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কক্সবাজার পৌরসভাকে সভায় নির্দেশনা প্রদান করা হয়েছে। কক্সবাজার পৌরসভা ড্রেনের উপরের স্ল্যাব নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করবে বলে সমন্বয় সভায় আশ্বাস প্রদান করেন। প্রসঙ্গত, নির্মিত মেরিন ড্রাইভ সংযোগ সড়কটির প্রসস্থতা কম হওয়ায় গত ১৫ আগস্ট খুলে দেওয়া কলাতলী ডলফিন মোড় থেকে দক্ষিণে জমজম হ্যাচারী পর্যন্ত সড়কে জানযট লেগেই থাকে। সড়কের প্রসস্থতা পর্যাপ্ত না হওয়াতে এক লেইনে যান চলাচল করতে গিয়ে এ যানজটের সৃষ্টি হচ্ছে। কক্সবাজারের জেলা মোঃ কামাল হোসেন জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সাথে অনুধাবন করে এ বিষয়ে দ্রুত গঠনমুলক সিদ্ধান্ত নিয়ে বৈদ্যুতিক খুঁটি সরানো ও ড্রেনের উপর স্ল্যাব দিয়ে সড়কটি প্রসস্থকরনের উদ্যোগ নিলেন।