চকরিয়া সংবাদদাতা:
তথ্য প্রযুক্তি (ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ (সংশোধিত) আইনে দায়ের করা মামলায় (জিআর মামলা নং-৩২০/১৯) স্থায়ী জামিন পেয়েছেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ।
রবিবার (১৮ আগস্ট) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে দীর্ঘ শুনানী শেষে তাকে স্থায়ী জামিন প্রদান করেন বিচারক খোন্দকার হাসান মোঃ ফিরোজ। আসামী পক্ষে জামিন শুনানী করেন সিনিয়র আইনজীবি রফিকুল ইসলাম, এডভোকেট আয়াছুর রহমান (প্রবীন সাংবাদিক) ও এডভোকেট মামুনুর রশিদ মামুন।
এর আগে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে ৬ সপ্তাহের অন্তবর্তী জামিন পেয়েছিলেন সাংবাদিক মজিদ। জামিনের মেয়াদ শেষ হলে আইন অনুযায়ী তিনি নিম্নআদালতে আত্মসমর্পণপূর্বক জামিন প্রার্থনা করেন।
চকরিয়া উপজেলা ভূমি অফিসের কানুনগো উথোয়াইচিং মার্মা বাদি হয়ে মামলাটি (জিআর মামলা নং-৩২০/১৯) দায়ের করেন।
এর পূর্বে চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত বাদী হয়ে মানহানী, হুমকি ও সরকারি কাজে বাধা দানের কথিত অভিযোগে একটি সিআর মামলা (নং ৬১১/১৯) দায়ের করেন।
ওই মামলাতেও তিনি (সাংবাদিক আবদুল মজিদ) মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে ৪ সপ্তাহের অন্তবর্তী জামিনের মেয়াদ শেষা হলে সম্প্রতি কক্সবাজারের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তৌফিক আজিজ এর আদালত থেকে স্থায়ী জামিন লাভ করেন।
এদিকে কথিত মিথ্যা মামলায় স্থায়ী জামিন লাভের পর ১৮ আগষ্ট সন্ধ্যায় সভাপতি আবদুল মজিদ সমিতি মার্কেটস্থ চকরিয়া প্রেস কার্যালয়ে পৌছলে ক্লাবের নেতৃবৃন্দ, কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ ফুল দিয়ে গণসংবর্ধণা দেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া প্রেসক্লাবের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরী। চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম বেলাল উদ্দিনেরর সঞ্চালনায় ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক প্রবীণ সাংবাদিক মোহাম্মদ জাহেদের সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, সহ সম্পাদক এসএম হান্নান শাহ, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, নির্বাহী সদস্য আবদুল মতিন চৌধুরী, সাবেক ক্রীড়া সম্পাদক জামাল হোছাইন, নির্বাহী সদস্য ও পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস ওয়াহিদ, নির্বাহী সদস্য সাঈদী আকবর ফয়সাল, আবদুল করিম বিটু, মাস্টার মো: রিদুয়ানুল হক, সড়ক পরিবহন শ্রমিকলীগ চকরিয়া উপজেলা সভাপতি সাইফুল ইসলাম, তরুণ লীগ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বমূবিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ইউপি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কফিল উদ্দিন, সড়ক পরিবহন শ্রমিকলীগ চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক মহি উদ্দিন, অটো বাইক শ্রমিকলীগের চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক ফরিদুল আলম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন- পূর্ববড়ভেওলার সমাজসেবক ও লেকচার পাবলিকেশন এর টিএসও হাফেজ মো: আমির হোছাইন, পৌরসভার কর্মকর্তা রিদুয়ানুল হক, শাহারবিলের সমাজসেবক বশির আহমদ, মোহনা শিল্পী গোষ্টীর পরিচালক নাঈম ছোবহান নয়ন, বিএমচরের নাজেম উদ্দিন, ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ, বেলাল উদ্দিন, আমির হোসেন, মোফাজ্জেল হোসেন, মঈনুল ইসলাম, সিরাজ উদ্দিন, শহিদুল ইসলাম, আর. কে টিটু, ফরহাদ সজীব, নাজমুল ইসলাম, মো. পারভেজ, করিম লিজার, সাইফুল ইসলাম, সাদেকুল ইসলাম খোকা, তৌহিদুল ইসলাম, মামুন উদ্দিন, আজিজুর রহমান মিঞা, বশির আহমদ, নেজাম উদ্দিন সওদাগর, রিদুয়ানুল হক, শিল্পী শাহিন চৌধুরী আসাদ, মনোয়ার আলম প্রমূখ। সংবর্ধনায় বক্তারা বলেন, মিথ্যা, সাজানো, কাল্পনিক ও ভিত্তিহীন মামলা দিয়ে কোন দিনই একজন প্রকৃত সংবাদ কর্মীর কলম স্তব্ধ করা যাবেনা। যার জলন্ত দৃষ্টান্ত সাংবাদিক আবদুল মজিদ। মহামান্য সুপ্রীম কোর্ট থেকে শুরু করে নিন্ম আদালত পযর্ন্ত সর্বত্রে বিজয় নিশ্চিত করার মাধ্যমে চকরিয়া তথা কক্সবাজারের সাংবাদিক সমাজের চেহেরা উজ্জল করেছে। সংবর্ধিত অতিথি আবদুল মজিদ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।