প্রেস বিজ্ঞপ্তি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বা্র্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হোপ ফাউন্ডেশনের উদ্যোগে সকালে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বীর মুক্তি যোদ্ধা, জয় বাংলা বাহিনী ৭১ কক্সবাজারের প্রধান, বঙ্গবন্ধুর পক্ষে কক্সবাজারে স্বাধীনতার প্রথম ঘোষক,কক্সবাজার জেলা আওয়ামলীগের, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর কামাল হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ হাসপাতালের ডাঃ মং চাং।
উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন হোপ ফাউন্ডেশনের সিনিয়র কনসানটেন্ট ডাঃ নৃন্ময় বিশ্বাস।

অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন ফিস্টুলা কো-অর্ডিনেটর জনাব আজমুল হুদা।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন,বঙ্গবন্ধুর জন্ম না হলে,স্বাধীন বাংলাদেশ হতোনা। তাই শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য হোপ ফাউন্ডেশনের সকল র্কমকতা কর্মচারীকে নিজ নিজ অবস্থা থেকে দেশের জন্য কাজ করে যেতে বলেন।

সভাপতি তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে হত্যা করা হয়।তার পরিবারের ছয় বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীও সেদিন ঘাতকের গুলি থেকে রেহাই পাইনি। ঐ হত্যাকান্ডকে স্বাধীন বাংলাদেশর ইতিহাসের সবচেয়ে অশ্রু ভেজা ও কলঙ্কময় অধ্যায় হিসাবে বর্ণানা করেন।

পরে বঙ্গবন্ধুর আন্তার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।