প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার হাশেয়িা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসায় আজ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়। এতদুপলক্ষে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের নির্দেশনা অনুসরণে মাদ্রাসায় নানা কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় শোক দিবসের সাথে সংগতিপূর্ণ কবিতা আবৃত্তি, রচনা, হামদ/নাত, ক্বেরাত প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল। হাশেমিয়ায় ইবদেতায়ী, দাখিল, ও উচ্চস্তর-তিনগ্রুপে এ সকল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রতি ইভেন্টে সেরা তিনজনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার ছিল বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বিভিন্ন বই, কারাগারের রোজনামচা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ইত্যাদি।

মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা এম আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন মাদ্রাসা মুহাদ্দিস মাওলানা এনামুল হক। এর পরপরই শুরু হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় দিবসের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা। আলোচনায় অংশ গ্রহণ করেন শিক্ষার্থীদের পক্ষ থেকে জুবাইরুল ইসরা, হেলাল উদ্দিন ও জামাল উদ্দিন এবং শিক্ষকদের মধ্য থেকে অংশ গ্রহণ করেন মি. সেলিনা আক্তার, প্রফেসর শাহেদুল আলম, প্রফেসর ছৈয়দনুর প্রমুখ। আলোচকগণ জাতির জনকের শাহাদতের শোকাবহ ঘটনার নানা দিক তোলে ধরে এ শোককে শক্তিতে রূপান্তর করে দেশকে উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ ব্যক্ত করেন। সব শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আতাউল্লাহ মোহাম্মদ নোমান। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা সলিম উল্লাহ।