প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ৭ জনকে আটক করেছে। গত ১৩ আগষ্ট সকাল হতে ১৪ াাগস্ট সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ  মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোঃ খায়রুজ্জামান পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মোঃ ইয়াছিন পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই প্রদীপ চন্দ্র দে, এসআই কাঞ্চন দাশ,এসআই রাজীব চন্দ্র পোদ্দার, এএসআই সঞ্জয় চক্রবর্তী, এএসআই লিটন মিয়া, এএসআই বাবলু দে, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। মমতাজ আহম্মদ,পিতা-সোনা মিয়া,সাং-দক্ষিন ঘোনার পাড়া,থানা ও জেলা-কক্সবাজার।

ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারঃ

১। ভেলুয়ারা বেগম,স্বামী-খোরশেদ আলম,সাং-তাহের মোহাম্মদ ঘোনা,তোতকখালী,পিএমখালী,

২।আনোয়ারা বেগম,স্বামী-সৈয়দ আলম,খাটকুলিয়া পাড়া,

৩।আব্দুর রহিম,পিতা-মোক্তার আহম্মদ,সাং-পিএমখালী,পূর্ব মাছুয়াখালী মসজিদের পূর্বে পানির ডিপের পাশের বাড়ী,০৯ নং ওয়ার্ড,

৪। এহসান উল্লাহ,পিতা-মোত্তার আহম্মদ,সাং- পিএমখালী,পূর্ব মাছুয়াখালী,০৯ নং ওয়ার্ড,

৫। আবছার,পিতা-নুরুজ্জামান, সাং- মাছুয়াখালী পিএমখালী,

৬। লুৎফুর রহমান @ লুতু মিয়া,পিতা-গুরা মিয়া,সাং-চৌচালামুড়া,ভারুয়াখালী,থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।