আবুল বশর পারভেজ :

মহেশখালীর হোয়ানকে M–94 কো-অপারেটিভ সোসাইটি লি: কর্তৃক দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ১৩ আগষ্ট মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফ্রি চিকিৎসা কার্যক্রম চলে। হোয়ানক ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে M–94 কো-অপারেটিভ সোসাইটি লি: কর্তৃক দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমে সভাপত্বিত করেন M–94 এর সভাপতি ও সহকারী কর কমিশনার মোহাম্মদ হোছাইন,মো: শামসুল ইসলাম এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডাঃ জি এম সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব আশেক উল্লাহ রফিক ,এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, মোঃ মোস্তফা কামাল,চেয়ারম্যান,হোয়ানক ইউনিয়ন পরিষদ ও তারেক বিন ওসমান শরিফ চেয়ারম্যান কালারমার ছড়া ইউনিয়ন পরিষদ। চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম,কক্সবাজার ও মহেশখালীর স্বনামধণ্য ডাক্তার অহিদুল হেলাল,ডাঃ মোহাম্মদ সাইফুল্লাহ,ডাঃ জিয়াউর রহমান,ডাঃ আজম,ডাঃ মুকুল,ডাঃ আশিক,ডাঃ শাহানাজ মিজান,ডাঃ সেতু,ডাঃ তুষার,ডাঃ নেছার,ডাঃ ইশিতা আরো একঝাক মেডিকেল পড়ুয়া ছাত্র/ছাত্রীবৃন্দ। উক্ত ক্যাম্পে প্রায় ৮০০ জন রোগীকে বিনা মুল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয় এবং প্রায় ২০ জন এতিম ছেলেদের খতনা এবং প্রায় ১০ মেয়েকে কর্ণ ছেদন সম্পন্ন করা হয়। এতে M–94 কো-অপারেটিভ সোসাইটি লি: এর সকল সদস্যগন উপস্থিত ছিলেন।