ঈদুল আযহা ইসলাম ধর্মাবলম্বিদের সবচেয়ে বড দু’টো ধর্মীয উৎসবের একটি। বাংলাদেশে এই উৎসবটি কুরবানির ঈদ এবং বকরা ঈদ নামেও পরিচিত। এ উৎসবের আনন্দ বিশ্বের সমগ্র মুসলিমের। সৃষ্টিকর্তা মহান আল্লাহর আদেশে হযরত ইবরাহীম (আঃ) তাঁর আপন পুত্র ইসমাইলকে কুরবানি করার ঘটনাকে স্বরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা এই দিবসটি পালন করে। এ এক অনাবিল আনন্দ, যে আনন্দের কোনো তুলনা নেই। এ আনন্দ আল্লাহর নৈকট্য লাভের আনন্দ। এ আনন্দ গুনাহ মাফের এবং বৈষয়িক ব্যস্ততাকে বাদ দিয়ে পরলৌকিক জগতের পাথেয় সংগ্রহ করার আনন্দ। এ আনন্দ গরিব-দুঃখীর সাথে একাত্ত্ব হওয়ার আনন্দ। এ আনন্দ পশু কোরবানীর সাথে সাথে মনের পশুকে পরাস্থ করার আনন্দ।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দৈনিক কক্সবাজার বাণীর সকল গ্রাহক, পাঠক, এজেন্ট, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও
ঈদ মোবারক। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি।

এইচ. এম ফরিদুল আলম শাহীন
-সম্পাদক (ভারপ্রাপ্ত)
দৈনিক কক্সবাজার বাণী।
সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি
-সভাপতি
কক্সবাজার জেলা শাখা