কক্সবাজা‌রের সদ‌রের বৃহত্তর ঈদগাঁও এবং সমগ্র দেশবাসী‌কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা রই‌লো। ঈদ মোবারক।

আমাদের দ্বারে সমাগত পবিত্র ঈদুল আযহা। ত্যাগই ঈদুল আযহার মূল প্রেরণা। এই প্রেরণা আমাদেরকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পাপ-পঙ্কিলতা পরিত্যাগ করার শিক্ষা দেয়। ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কুরবানির আদর্শে উজ্জীবিত হয়ে সামাজিক, অর্থনৈতিক বৈষম্য ও শোষণ দূর করে একটি শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্যে অনুপ্রেরণা যোগায়।

পবিত্র কোরবানির ঈদ, আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষের মাঝে বয়ে যাক শান্তির সু-বাতাস।
সমাজ এবং রাষ্ট্রকে মাদক ও দারিদ্র্য মুক্ত করার শপথ নি‌য়ে দেশের ক্রান্তিকাল দূর করে জনগণের দারিদ্রতা এবং স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় ত্যাগের মানসিকতা নিয়ে আমা‌দের সবাই‌কে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন কর‌তে হবে ধনী-গরীব, বিভেদ ভুলে পবিত্র ঈদকে সুখময় করে তোলাই হোক আমাদের প্রত্যয়। ঈদের আনন্দকে ঐক্যের সুদৃঢ় বন্ধনে পরিণত করে মুসলিম উম্মাহ সামনের দিকে এগিয়ে যাবে, এটাই কামনা।

শুভেচ্ছান্তে–
নাছির উদ্দিন পিন্টু
সাংবাদিক ও মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সাংগঠনিক সম্পাদক
কক্সবাজার জেলা।
‌যোগা‌যোগঃ ০১৮১৫১০৮২৪৪।
মেইলঃ nasiruddinpinto71@gmail.com