জাহাঙ্গীর আলম কাজল :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৮ ঘন্টার পর ইউনিয়ন ছাত্রলীগের এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতের নাম নুরুল কবির (১৮)। সে দোছড়ি শীলঘাট এলাকার হাকিম শরীফের ছেলে এবং দোছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র লীগের সভাপতি।

শুক্রবার (৯ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার দোছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শীলঘাট ফুট্টাঝিরিকুম নামক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নিহতের লাশ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে।

নিহতের বড় ভাই জানান- বৃহস্পতিবার বিকালে বরশি দিয়ে মাছ ধরার জন্য বের হয়ে রাতেও বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ নেয়া হয়। পরে শুক্রবার বিকালে ফুইট্টাঝিরিকুম এলাকায় পরিত্যাক্ত বরশি দেখতে পেয়ে বুঝতে পারি, আমার ভাইয়ের লাশ পানিতে পড়ে আছে।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে ছাত্রলীগ নুরুল কবিরের অকাল মৃত্যুর সংবাদ শুনে থানায় ছুটে যান উপজেলা অাওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, বান্দরবান জেলাপরিষদ সদস্য ক্যনুওয়ান চাক, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোহাম্মদ ইমরান মেম্বার, কৃষকলীগ সাধারন সম্পাদক সাইফুদ্দিন শিমুল প্রমূখ