সংবাদদাতা:
টেকনাফের বিশিষ্ট জমিদার ও প্রবীণ সমাজ সেবক, বিচারপতি মুহাম্মদ আলীর পিতা আলহাজ্ব আনোয়ার মিয়ার নামাজে জানাযে জুমাবার (৯ আগষ্ট) সকাল ১১ টায় টেকনাফ হাবিব পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
নামাজে জানাযা শেষে মৌলবী পাড়া জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সমাজ সেবক আলহাজ্ব আনোয়ার মিয়া (৮ আগষ্ট) বৃহষ্পতিবার ভোর ৫.২০ টায় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
আলহাজ্ব আনোয়ার মিয়া ৯২ বছর বয়সে স্ত্রী, ২ ছেলে ও ৫ কন্যা সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে ইন্তেকাল করেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি টেকনাফ সদর ইউনিয়নের ভাইস চেয়ারম্যান ছিলেন।
মরহুমের বড় সন্তান এড মুহাম্মদ আলী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ও ছোট ছেলে মুহাম্মদ হারুন কানাডা প্রবাসী।
জানাযা পূর্ব সমাবেশে বিচারপতি মুহাম্মদ আলী বলেন, তাঁর বাবা আলহাজ্ব আনোয়ার মিয়া সারা জীবন সম্মানের সাতে সমাজে ছিলেন। ইন্তেকালের সময়ও তিনি সম্মানের সাথে বিদায় নিতে পেরেছেন। তিনি আশা করেন
পরপারেও তাঁর বাবা মহান আল্লাহর দরবারে সম্মান পাবেন।
তিনি বলেন, তাঁর পিতা আলহাজ্ব আনোয়ার মিয়া অসুস্থ হওয়া থেকে দাফন কাফন পর্যন্ত যারা যেভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
নামাজে জানাযায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, আলেম ওলামা, পেশাজীবিসহ বিপুল সংখ্যক শোকাহত মানুস উপস্থিত ছিলেন।