আরিফ খান ,ঝালকাঠি :

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম বাদুরতলা এলাকায় বহিরাগতদের নিয়ে বৃদ্ধা রওশন আরার পৈত্রিক সম্পত্তিতে ঘর তোলার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ হাফিজ উদ্দিন খা’র স্ত্রী রওশন আরা বেগম। ঝালকাঠি আদালত ১৪৪ ধারা জারি করেছে।

অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার ভোর ৫টার দিকে বহিরাগত কিছু লোকজন নিয়ে সোহাগ, মনির, ইউসুফ, জাহাঙ্গির, মলিনুর, সেলিমা জোটবদ্ধ হয়ে পৈত্রিক সূত্রে পাওয়া দখলীয় জমিতে ঘর উত্তোলনের চেষ্টা করে। যার তফসীল- পশ্চিম বাদুরতলা মৌজার জেএল নং-৬৪, এসএ খতিয়ান নং-১৩৯, ৪১১/৪১৫/৪১২ নং এসএ দাগ’র মোট ২৩ শতাংশ সম্পত্তি। এসময় দখলে চেষ্টাকারীরা অকথ্য ও অশালীন ভাষায় গালিগালাজ করে খুন, জখমসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়।

রওশন আরা’র স্বামী মোঃ হাফিজ উদ্দিন খা জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে রাজাপুর থানার এসআই আরেফিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অপরপক্ষের মোঃ ইউসুফ আলী জানান, আমাদের পৈত্রিক সম্পত্তি রওশন আরা’র ভোগ দখলে আছে। আমরা দলিল পত্রে এখনও মালিকানা আছে। তারা আমাদের জমিতে প্রবেশ করতে দিচ্ছে না।

রাজাপুর থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেছি। এক পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনার পর মঙ্গলবার রওশনারা বেগম বাদী হয়ে ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ঐ জমিতে অবৈধ অনুপ্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করছে বিচারক ঐ জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা আদেশ জারী করে রাজাপুর থানার ওসিকে শান্তি শৃংখলা রক্ষায় রাখতে নির্দেশ দিয়েছেন। একই সাথে উপজেলা ভূমি কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।