মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
বান্দররবানের নাইক্ষ্যংছড়ি রেস্ট হাউস সংলগ্ন সড়কের মসজিদঘোনা যাওয়ার রাস্তার দুই পাশে বেড়ে উঠা আগাছা ও রাস্তায় বৃষ্টির পানিতে উপর থেকে নেমে আসা কাদামাটি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল।

সড়কটির এ বেহাল দশা দেখে স্বেচ্ছাশ্রমে সংস্কারে নামেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী।

সোমবার (৫ আগষ্ট) তারা কাজটির মাধ্যমে আলোচনা সৃষ্টি করেন।

এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ বলেন, সদর ইউপি চেয়ারম্যান ও কলেজ ছাত্রলীগের উদ্যোগ খুবই প্রশংসনীয়। যে যার মতো বাসাবাড়ীর আঙ্গিা, নিজ এলাকার সড়ক পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সর্বপর্যায়ে আরো সচেতন হতে হবে।

সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল বলেন, জনস্বার্থে স্বেচ্ছাশ্রমে মানুষ চলাচলের জন্য এবং এ কাজের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করা হয়েছে। সরকারের পাশাপাশি দেশকে এগিয়ে নিতে হলে জনগণকেও এগিয়ে আসতে হবে। আগামীতে জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।