ডেইলি ক্যাম্পাস : ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাশ্মীরের স্বাধীনতার দাবিতে মিছিল করেছে শিক্ষার্থীরা। ৫ আগস্ট সোমবার সন্ধ্যায় তারা ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ মিছিল বের করে। এসময় শিক্ষার্থীর ‘কাশ্মীর চাই আজাদী’ বলে স্লোগানও দেয়।

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ, যেটা কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়, তা বিলোপ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ৩৭০ অনুচ্ছেদের কারণে জম্মু ও কাশ্মীর অন্য যেকোন ভারতীয় রাজ্যের চেয়ে বেশি স্বায়ত্বশাসন ভোগ করতো। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ মিছিল করেছে।