সংবাদদাতা:
বান্দরবানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নোমান হোসেন প্রিন্সের নেতৃত্বে অভিযান চালানো হয়।
এ সময় ৩ টি বালু উত্তোলনের মেশিন, পাইপ ও বেশকিছু জমাকৃত বালু জব্দ করা হয়। এছাড়া অবৈধ বালু উত্তোলন এর সাথে সম্পৃত্ত থাকায় একজনকে আটক করা হয়। এ সময় বান্দরবান সদর থানা পুলিশের এসআই দুর্জয় বিশ্বাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মো. নোমান হোসেন প্রিন্স জানান, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযানে সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন এর ভাগ্যকূল বাজার এলাকায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এই সময় পরিবেশ অধিদপ্তর বান্দরবান এর সহকারী পরিচালক, বান্দরবান সদর থানা পুলিশের প্রতিনিধি, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য সহ এলাকার সচেতন জনসাধারণ মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
ইউএনও জানান, অবৈধভাবে বালু উত্তোলন পূর্বক যারা পরিবেশ সহ মানুষের বসবাসকে ঝুঁকিপূর্ণ করে তুলছে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট চলমান থাকবে।