মোস্তফা কামালঃ
প্রতি বছরের ন্যায় এবারও চকরিয়া উপজেলার বৃহত্তর ডুলাহাজারা বাজারের কুরবানীর পশুর হাটে দেশীয় গরু মহিষের সয়লাব হয়ে উঠেছে। তবে এসব গবাদিপশুর দাম নিয়ে বিপাকে পড়েছে ক্রেতারা। ক্রেতাদের পছন্দনীয় পশু থাকলেও এসব পশুর দাম নাগালের বাইরে থাকায় অনেকেই পশু না নিয়ে ফিরে যাচ্ছেন। অল্প কিছু পশু বিক্রি হলেও বিক্রেতাদের মাঝে জালটাকা আতংঙ্কে বিরাজ দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত কোন অপ্রীকর ঘটনা ঘটেনি। প্রতি সপ্তাহে ২ দিন বৃহস্পতিবার ও সোমবার ডুলাহাজারা বাজার বসে। প্রতি বছর কুরবানীর পশুর হাট হিসেবে ডুলাহাজারা হাই স্কুল স্টেডিয়ামটি ব্যবহৃত করা হয়। মহা সড়কের পাশে নিরিবিলি পরিবেশের এই মাঠে ডুলাহাজারা সহ পার্শ্ববর্তী ৩টি ইউনিয়ন থেকে বিপুল পরিমাণ কুরবানীর পশু বিক্রির জন্য আনা হয়।

সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, অতি ভারী ঝড়বৃষ্টি উপেক্ষা করে কুরবানীর পশুতে ভরপুর হয়ে উঠেছে উক্ত বিশাল মাঠ এলাকা। অপর দিকে পবিত্র কোরবানী ঈদ উপলক্ষে ইউনিয়নের মালুমঘাট বাজারেও রোববার ও বুধবারে বসানো হয় পশু বিক্রির হাট। এ দুইটি বাজারের পশুর হাটে আইন শৃঙ্খলা রক্ষায় বাজার কমিটির সদস্যরা তৎপর রয়েছে।