নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদরের পিএমখালীর তোতকখালীর অসহায় দিনমজুর জিয়াউর রহমানের কন্যা নিলুফা ইয়াছমিন খুনের মামলার অন্যতম আসামি ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। আসামির অবস্থান নিশ্চিত হয়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে মডেল থানার পুলিশের সহায়তায় সদর উপজেলা গেইটের সামনে থেকে ৪ আগষ্ট বিকালে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার ১ মাসের মধ্যে উক্ত অন্যতম আসামি ফিরুজকে আটক করে পুলিশ। টেকনাফ বাহারছড়ার ১নং ওয়ার্ড়ের বর্তমান ফদনার ডেইলের বাসিন্দা ফিরোজের পরামর্শে গৃহবধু নিলুফাকে বিষ খাইয়ে হত্যা করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। আটক ফিরোজ মামলা তুলে না নিলে বাদী ও পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে মামলার পর থেকে।
জানাযায়, পিএমখালীর তোতকখালী তাহের মোহাম্মদের ঘোনার দিনমজুর জিয়াউর রহমানের মেয়ে নিলুফার সাথে শহরের সমিতিপাড়া ফদনার ডেইল এলাকার মোঃ লালুর পুত্র নুরুল হাকিম মাঝির সাথে গত বছর বিয়ে হয়। বিয়ের পর নানা কারনে যৌতুকের জন্য নির্যাতন চালায় শ্বশুর বাড়ির লোকজন। পরে গত ১৭ জুন স্বামি ও শ্বশুর বাড়ির লোকজন নিলুফাকে নির্যাতন ও বিষ খাইয়ে অর্ধমৃত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করায়। ১৯ জুন সে হাসপাতালে মৃত্যু বরণ করে। এ ঘটনায় ২০ জুন সন্তান হত্যার বিচার চেয়ে স্বামী নুরুল হাকিম, শ্বশুর লালু,শ্বশুড়ি কাজলী বেগম এবং টেকনাফ বাহারছড়ার ১নং ওয়ার্ড়ের বর্তমান ফদনার ডেইলের ফিরোজকে আসামি করে মামলা দায়ের করেন নিলুফার মা মনজুর নাহার। এ মামলায় মুলহোতা ফিরুজ আটক হলে অপর ২ আসামি পলাতক রয়েছে।