সিবিএন ডেস্ক:
বাড়তি ভাড়া নেওয়ার ঘটনায় জরিমানা করার প্রতিবাদে চট্টগ্রাম থেকে ঢাকাসহ ৬৮টি রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমেদ এ তথ্য জানিয়েছেন। আন্তজেলা বাস মালিক সমিতি ও পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।
অলি আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি নিয়ে সুরাহা না হওয়া অর্থাৎ অযৌক্তিক জরিমানা আদায় বন্ধ না হওয়া পর্যন্ত এই পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, ‘সারা বছর সরকার নির্ধারিত ভাড়া মেনে যাত্রী আনা নেওয়া করা হয়। তারপরও অযৌক্তিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেশি ভাড়া নেওয়া হচ্ছে অভিযোগ এনে গণহারে জরিমানা করা শুরু করে দিয়েছেন। গত দুইদিনে তিনি চারটি গাড়িকে ৫৬ হাজার টাকা জরিমানা করেছেন।’
অলি আহমদে বলেন, ‘সামনে কোরবানির ঈদ। ম্যাজিস্ট্রেট এভাবে প্রতিদিন জরিমানা করলে লাভ তো দূরের কথা অনেক টাকা লোকসান গুণতে হবে বাস মালিকদের। লোকসান দিয়ে তো গাড়ি চালানোর যুক্তি নেই। তাই সন্ধ্যা ৬টা থেকে তারা গাড়ি চালানো বন্ধ রেখেছেন। এরপর রাত ৮টায় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ধর্মঘট ডাকা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।’
এ প্রতিবেদন লেখার সময় (রাত ৯ টা) তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলেন। সেখান মালিক শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন জেলা প্রশাসক।
অলি আহমেদ বলেন, ‘আমরা এখন জেলা প্রশাসকের কার্যালয়ে আছি। উনার সঙ্গে বৈঠক আছে। ফলপ্রসূ আলোচনা হলে ধর্মঘট প্রত্যাহার করা হতে পারে।’