সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেছেন, কক্সবাজারে এখন খেলার মাঠের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা উন্মোক্ত ভাবে খেলাধুলা করতে পারছেনা। এতে তাদের সাভাবিক বিকাশ বাধা গ্রস্থ হচ্ছে। তাই উন্নয়নের পাশাপাশি যেন খোলা মাঠ থাকে সে দিকে সবাইকে খেয়াল রাখতে আহবান জানান তিনি।
পৌর মেয়র শনিবার (৩ আগষ্ট) বিকালে কক্সবাজার ষ্টেডিয়ামের হলরুমে ১০ দিন ব্যাপী জুডো প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খেলাধুলার প্রতি ছোটবেলা থেকে আগ্রহ সৃষ্টির জন্য অভিবাবকদের পরমার্শ দিয়ে মেয়র মুজিব বলেন, বই এবং কম্পিউটার কখনো সুস্থ জীবন দিতে পারেনা। খেলার মাঠে আসলেই মানুষ সুস্থ জীবন পেতে পারে।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অনুপ বড়ুয়া অপুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলার সালাউদ্দিন সেতু,জেলা ক্রীড়া সংস্থার সদস্য রতন দাশ,জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, জুডো কোচ এ,কে আজাদ,জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক আহসান সুমন প্রমুখ।