এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া:
ডেঙ্গু প্রতিরোধে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে মশক নিধন অভিযান শুরু হয়েছে। শনিবার (৩ আগস্ট) বিকালে ডুলাহাজারা বাজারে এ মশক নিধন অভিযানের উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ মশক নিধন অভিযান শুরু করা হয়।

অনুষ্ঠানে স্থাণীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, ইউপি সদস্যগন, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ডেঙ্গু জ্বর প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, এডিস মশা থেকে ডেঙ্গু রোগের বিস্তার ঘটে। বাড়ির আঙ্গিনায় ফুলের টব, প্লাস্টিকের প্যাকেট, ডাবের খোসা ইত্যাদির মধ্যে পানি এডিস মশার বংশবিস্তারের জন্য উপযোগী স্থান। তাই এস জায়গায় পানি জমে থাকতে দেয়া যাবেনা। এডিস মশা ধবংসে ওষুধ ছিটানোর পাশাপাশি সবাইকে নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখতে হবে।