মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বর্জ্য ব্যবস্থাপনা ও পানি পরিশোধনের জন্য কক্সবাজার পৌরসভা দু’টি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। তার একটি হলো-বর্জ্য ব্যবস্থাপনা (ওয়েষ্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) করে জৈব সার সহ পূণঃ ব্যবহারযোগ্য আরো বিভিন্ন কিছু উৎপাদন করা হবে। আর একটি হচ্ছে-পানি পরিশোধন ব্যবস্থাপনা (ওয়াটার ট্রিটম্যান্ট প্ল্যান্ট), এটিতে বাঁকখালী নদীর পানি পরিশোধন পূর্বক পানযোগ্য ও ব্যবহার উপযোগী করে সমগ্র পৌর এলাকায় সরবরাহ করা। কক্সবাজার পৌরসভার নাগরিকদের সুবিধাবৃদ্ধি ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের লক্ষ্যে এ দু’টি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নেয়া হয়েছে বলে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান সিবিএন-কে জানিয়েছেন। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি নির্মানের লক্ষ্যে ভূমি অধিগ্রহণের জন্য কক্সবাজার সদরের ঝিলংজা মৌজায় প্রস্তাবিত ২ একর জায়গা এবং ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের জন্য পিএমখালী ইউনিয়নে বাকঁখালী নদী সংলগ্ন অংশে ৯ একর জায়গা শুক্রবার ২ আগষ্ট সরেজমিন পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব-উপসচিব) মোহাম্মদ আশরাফুল আফসার, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার, সার্ভেয়ার সহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন। জমি অধিগ্রহন প্রক্রিয়া সম্পন্ন হলেই স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় প্রকল্প দু’টি নির্মাণ কাজ শুরু হবে বলে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।