মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল মালেক (৩৫)। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১১টায়
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  তিনি উপজেলার ছদাহা লতা ফকিরপাড়ার বাসীন্দা মাষ্টার আবুল কাশেমের ছেলে।  মালেক দীর্ঘদিন ধরে
টেকনাফে কাপড়ের ব্যবসা করে আসছেন।

নিহতের ছোট বোনের স্বামী মো. পারভেজ জানায়, শরীরে জ্বর অনুভব করায় গত কয়েকদিন আগে চট্টগ্রামের শেভরণে আব্দুল মালেককে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করে চিকিৎসকরা জানান তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শেভরণে রোগীর চিকিৎসার অবহেলা দেখে পরে সেখান থেকে তাকে সার্জিস্কোপ হাসপাতালে নেয়া হয়। সেখানেও তাঁর অবস্থা খারাপের দিকে যওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিলে গত ২৮ তারিখে ইউনাইটেড হাসপাতালে হন্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি মারা যায়।