সিবিএন ডেস্ক:
সাংবাদিক ও পুলিশের কোনও কর্মঘণ্টা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘সাংবাদিকদের কাজ বিশেষ করে ক্রাইম রিপোর্টারদের কাজ আর পুলিশের কাজ একই। আমরা যে ঝুঁকি নিয়ে কাজ করি, অন্য কোনও পেশার ক্ষেত্রে তা নেই। প্রায়ই আমাদের ২৪ ঘণ্টা কাজ করতে হয়।’
মঙ্গলবার (৩০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের গ্রুপ জীবন বীমার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘যখন চকবাজারে আগুন লাগে—শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ওই রাতে সাংবাদিক, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করেছে। যেখানেই আগুন লাগে আমরা ঝুঁকি নিয়ে ছুটে যায়। আমাদের জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেজন্য আমাদের সামাজিক নিরাপত্তা জরুরি।’
আসাদুজ্জামান মিয়া বলেন, ‘সাংবাদিক ও পুলিশের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পুলিশের অনেক সদস্য প্রতি মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তাদের পরিবার নিঃস্ব হয়ে যায়। কোনও কোনও সময় সম্পর্ক খারাপ হলেও সাংবাদিক ও পুলিশের একইসঙ্গেই চলতে হয়। এক সময় হলুদ সাংবাদিকতা ছিল। এখন তা কাগজে-কলমে আছে, বাস্তবে নেই।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ক্র্যাব’র সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানির কর্মকর্তা শাহাদাত হোসেন সোহাগ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ক্র্যাবের সাবেক সভাপতি মধুসূদন মণ্ডল, খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক গাফফার মাহমুদ, ক্র্যাব সহ-সভাপতি মিজান মালিক, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ।