cbn  

 

নজরুল ইসলাম,কুতুবদিয়াঃ

 

কুতুবদিয়ায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও বেড়িবাঁধ সুরক্ষায় উপকূলীয় বনায়ন সৃষ্টি,সামাজিক সুরক্ষায় ভাতার নিশ্চয়তা,আশ্রয়াণ ও গুচ্ছগ্রামসহ অন্যান্য পুনর্বাসন প্রকল্পসমূহে অগ্রাধিকার প্রদানের দাবিতে মানবন্ধন করেছে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের জেলে পাড়া গ্রামের স্থানচ্যুত বাসিন্দারা।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল চারটার দিকে জলবায়ু পরিবর্তন জনিত প্রাকৃতিক দূর্যোগে স্থানচ্যুত জনগোষ্ঠি এ মানববন্ধনের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সেভ দ্যা নেচার’র উপদেষ্টা অধ্যাপক আওরঙ্গজেব সিকদার ও সংগঠনের সভাপতি প্রভাষক নজরুল ইসলাম, ইপসা’র কো-অর্ডিনেটর লিটনসহ অন্যান্য কর্মকর্তাগন।

এসময় স্থানচ্যুত বাসিন্দাগণ বলেন, আমরা নিজের ভিটে-বাড়ি হারিয়ে আজ সহায় সম্বলহীন, অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে তাদের দয়ার ওপর বেঁচে আছি। আমরা বাঁচতে চাই। আমাদেরকে বাঁচান। আমরা ভিক্ষা চাই না,আমরা স্থায়ী বেড়িবাঁধ চাই।

তারা আরো বলেন, আমাদের ঘর-বাড়ি সাগরের তলিয়ে গেছে। কিন্তু স্থানীয় মেম্বার-চেয়ারম্যানগণ আমাদের কোন সাহায্যে এগিয়ে আসেনি। সরকারি কোন সাহায্য আসলে সেগুলো এলাকার মেম্বারগণ স্বজনপ্রীতির মাধ্যমে তাদের আত্মীয় স্বজনদের দেয়,আমাদেরকে দেয় না।

এসময় তারা জানান, এই এলাকার হিন্দু সম্প্রদায়ের প্রায় একশত পরিবার সাগরের ভাঙ্গণে ভিটে-বাড়ি হারিয়ে উদ্বাস্তুর মত অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে জীবন যাপন করছেন।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •