cbn  

প্রেস বিজ্ঞপ্তি:
ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে পরিস্কার-পরিছন্নতা অভিযানের আয়োজন করেছে হোপ ফাউন্ডেশন। মঙ্গলবার ৩০ জুলাই সকাল ১০টায় রামুর চেইন্দাস্থ হোপ হসপিটাল প্রাঙ্গণের এই অভিযানের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কেএম জাহিদুজ্জামান।

উপস্থিত ছিলেন হোপ ফাউন্ডেশনের চীফ মেডিকেল অফিসার ইসমাঈল ইদ্রিস, কো- অর্ডিনেটর রাকিবুল হকসহ হোপ ফাউন্ডেশন ও হোপ হসপিটালের সকল কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীরা। অভিযানে হোপ হসপিটালের পুরো আঙিনা পরিস্কার করা হয়। একই সাথে মশা ও মশার জীবানু নাশক ওষুধ ছিটানো হয়।

এসময় হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কেএম জাহিদুজ্জামান বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধের জন্য বাড়ি, অফিসসহ সব ধরণের বাসা-বাড়ির আঙিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এর মাধ্যমে ডেঙ্গুর প্রজনন রোধ করা যাবে। তার সাথে ডেঙ্গুর আক্রান্ত হওয়ার সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তবেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ডেঙ্গু বিষয়ে সবাইকে এভাবে সচেতন হতে হবে।’

উল্লেখ্য, হোপ ফাউন্ডেশন ও হোপ ফাউন্ডেশন ডেঙ্গু প্রতিরোধে নানা উদ্যোগ হাতে নিয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •