cbn  

মো. মনজুর আলম, চকরিয়া :

চকরিয়ায় মাতামুহুরী নদীর সৃষ্ঠ পর পর পাহাড়ী বন্যা ও ভারী বৃষ্টির কারণে প্রায় সব ধরনের সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে । ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার কৃষকের রোপিত বর্ষা মৌসুমের সবজি ক্ষেত । ফলে চকরিয়ার সব কাচাঁ বাজারে বর্তমানে সবজির মূল্য ক্রেতা সাধারণের নাগালের বাহিরে আকাশছোঁয়া।

জানা গেছে , চকরিয়া পৌরশহরের কাচাঁ বাজারের দোকানগুলোতে প্রতি কেজী ডেরস বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা,তীত করলা প্রতি কেজী ৬০-৭০টাকা, বেগুন প্রতি কেজী ৬০ টাকা, চিচিংগা প্রতি কেজী ৬০টাকা,মিষ্টি কুমড়া প্রতি কেজী ৩৫ টাকা,কাচাঁমরিচ প্রতি কেজী ২৬০টাকা, টমেটো প্রতি কেজী ১৫০টাকা করলা প্রতি কেজী ৬০টাকা। গাজর প্রতি কেজী ৮০টাকা ঝিঙে প্রতি কেজী ৬০ টাকা। কাচাঁ বাজার গুলোতে কোন ধরনের শাক পাওয়া যাচ্ছেনা ।

এ ছাড়া গত তিন সপ্তাহের ব্যবধানে সব রকম সবজির দাম বেড়ে প্রায় দ্বিগুণ মুল্য হয়েছে । সম্প্রতি সময়ে ঘঠে যাওয়া পর পর পাহাড়ী বন্যার প্রভাবে চকরিয়া উপজেলার সব কাচাঁ বাজার গুলোতে এমন বাড়তি দামে বিক্রি হচ্ছে সব রকমের সবজি।

৩০ জুলাই মঙ্গলবার চকরিয়া পৌরশহরের বিভিন্ন কাচাঁ বাজারে গিয়ে দেখা গেছে সবজির দাম আগের চেয়ে অনেক গুন মুল্য বেড়ে গেছে । সবজির দাম এত বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলেন , বন্যার কারণে এবার সবজি ক্ষেত ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে । এখন বাজারে যে সবজি পাওয়া যাচ্ছে কিছু সবজি পাশর্^বর্তী পাহাড়ী এলাকার , তাছাড়া স্থানীয় চাষীদের কাছ থেকে কোন ধরনের সবজি বাজারে আসছেনা । বেশিরভাগই আমদানি করা সবজি। তাই সব সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

মো.জামাল নামের ভেওলার এক ব্যবসায়ী জানান, দেশীয় সবজি উৎপাদন হয়ে বাজারে না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা খুব একটা নেই।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •