cbn  

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিপ্লোমা শেষ বর্ষের বিদায় অনুষ্ঠানে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ডিপ্লোমাধারী প্রকৌশলীদের দেশের শিল্প বিপ্লবে ভূমিকা রাখার আহবান জানিয়ে বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজ আমরা স্বাধীন দেশের স্বাধীন জাতি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। ডিপ্লোমাধারীদের যোগ্য হিসেবে গড়ে তোলতে হবে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে উচ্চ শিক্ষা অর্জনে বিদেশ যেতে হবে। বক্তব্যে উচ্চ শিক্ষা অর্জনকারি শিক্ষার্থীদের সকল প্রকার সহযোগীতা দেয়ারও ঘোষনা দেন তিনি। এমপি কমল ডিপ্লোমাধারী প্রকৌশলীদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষে থেকে জাপান, চীনসহ বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্র থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে শিল্পোন্নয়নের পাশাপাশি শিল্প বিপ্লব ঘটাতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

২৯ জুলাই, সোমবার বেলা ১২ টায় কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিপ্লোমা শেষ বর্ষের বিদায় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সাইমুম সরওয়ার কমল এমপিসহ অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্বারক প্রদান করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ ছাড়া আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি সকালে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত ‘গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না’ এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত জনসচেতনতা মূলক র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। বিকাল ৪ টায় রামুতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রামু স্টেডিয়ানে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকাদের মধ্যে রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় দল, ঈদগড় ধুমচাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সন্ধ্যায় রামু ওসমান ভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •