নিজস্ব প্রতিবেদক:
শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০১৯ পেয়েছেন কক্সবাজারের স্বনামধন্য আলেমেদ্বীন, বিশিষ্ট আলোচক ও চকরিয়ার সাহারবিল আনোয়ারুল উলুম কামিল (মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ তাকে এই সম্মাননায় ভূষিত করেছে।
এ উপলক্ষে গত ২৬ জুলাই ঢাকার বিজয় নগরে স্টার মানের একটি আবাসিক হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘উপমহাদেশে শিক্ষা বিস্তারে শেরে বাংলা ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী।
শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা (শেরে-বাংলার দৌহিত্র) বিআরটিসির চেয়ারম্যান ও সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আদিবা অঞ্জুম মিতা এমপি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ মোঃ কামাল উদ্দিন আহমেদ, কুমিল্লার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় অনুষ্ঠানে ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, কবি-সাহিত্যিক, সাংবাদিক, লেখক-গবেষক, চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, জনপ্রতিনিধি, সমাজসেবকসহ দেশের বিভিন্ন স্তরের স্বনামধন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গবেষণা পরিষদের মহাসচিব মোঃ আর.কে রিপন।
মাওলানা শফিউল হক জিহাদী কক্সবাজার সদরের পিএমখালীর বাসিন্দা। তিনি শহরের মাঝেরঘাট জামে মসজিদের খতীব, ওলামা-মাশায়েখ পরিষদের জেলা সভাপতি এবং বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের জেলা সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।