মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

প্রায় ১৬ মাস আগে থেকে গিয়াস উদ্দিনের শরীরে বাসা বেঁধেছিল মরণব্যাধি ‘ক্লোন কান্স্যার’। বাঁচার লাড়াই-এ অনেক চিকিৎসা ও চেষ্টার শেষ ছিলোনা তার। কিন্তু ক্যান্সার তো কাউকে বাঁচানোর জন্য আক্রমণ করেনা। তাই গিয়াস উদ্দিনকেও দুনিয়ার মায়া ছেড়ে যেতে হলো। রোববার সন্ধ্যা ৬’২০ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের কুলিয়াপাড়া নিজ বাড়িতে ক্যান্সারের কাছে অবশেষে পরাজয় বরণ করে গিয়াস উদ্দিন (২৯) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। সন্তানের চিন্তা করতে করতে জম্মদাতা পিতা কাদের বকসু গত ১২ জুলাই গিয়াস উদ্দিনের আগেই নাফেরার দেশে চলে যান। মরহুম কাদের বকসু’র ২ পুত্র ও ২ কন্যা সন্তানের মধ্যে গিয়াস উদ্দিন ছিল সবার বড়। মেধাবী গিয়াস উদ্দিন খুরুস্কুল ডেফোডিলস কিন্ডারগার্টেন স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন। ছাত্রাবস্থায় খুরুস্কুল ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। অত্যন্ত নম্র, অমায়িক ও স্বজ্জন ব্যক্তি হিসাবে গিয়াস উদ্দিনের নিজ এলাকায় তার বেশ পরিচিতি ছিলো। সোমবার ২৯ জুলাই সকাল ১০ টায় কুলিয়াপাড়া জামে মসজিদ মাঠে গিয়াস উদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের মামা মোহাম্মদ দেলোয়ার হোসেন সিবিএন-কে নিশ্চিত করেছেন।