মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

দীর্ঘ বছর পর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বান্দরবানের লামা উপজেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। শনিবার দিবাগত রাতে স্থানীয় জেলা পরিষদ গেস্ট হাউস মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে রাত সাড়ে ৯টায় সকল কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নবনির্বাচিত কমিটির সভাপতি পদে সাবেক কমিটির সাধারণ সম্পাদক ও গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মাকে নতুন কমিটির সভাপতি, সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলামকে নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা। এর আগে একইভাবে সকল কাউন্সিলরসহ নেতাকর্মীদের সর্ব সম্মতিক্রমে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল এবং সাধারণ সম্পাদক হিসেবে পৌরসভার সাবেক কাউন্সিলর শ্যামলী বিশ্বাসের নাম ঘোষনা করেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি জহুরা চৌধুরী। এরপর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে উনুসাং মার্মা ও সাধারণ সম্পাদক হিসেবে আছমা বেগমের নাম ঘোষণা করা হয়। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দলের সিনিয়র নেতাদের নিয়ে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির সম্পন্ন করতে জেলা কমিটির নেতারা দিক-নির্দেশনাও দেন।

সম্মেলন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মাহাবুবুর রহমান। এ সময় বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভা মেয়র ইসলাম বেবি, সহ-সভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য মো. শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষ্ীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক ক্যাসাপ্রু মার্মা, মোজাম্মেল হক বাহাদুর, অজিত কান্তি দাশ, উপজেলা চেয়ারম্যান ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোস্তফা জামাল, পৌরসভা মেয়র ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগন প্রমুখ উপস্থিত ছিলেন।