cbn  

বিএজেড জাহাঙ্গীর আলম :
“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি” এই শ্লোগানকে সামনে রেখে কক্সবাজার সিটি কলেজে শনিবার সকাল ১১.০০ ঘটিকার সময় কলেজ অধ্যক্ষ অধ্যাপক ক্য থিং অং সপ্তাহব্যাপী “ডেঙ্গু মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালন” –  ক্যাম্পের উদ্ভোধন করেন।

এসময় তিনি বলেন,” পরিস্কার পানি হল ডেঙ্গু মশার প্রধান উৎপত্তিস্থল, তাই আমাদের উচিত কোন জায়গায় যেন  পানি জমে না থাকে সে দিকে নজর রাখা। সবার উচিত বসত -ভিটা, আঙ্গিনা, নালা নর্দমা পরিস্কার রাখা। ডেঙ্গু এক মারাত্মক ব্যাধি। এর প্রতিকারের চেয়ে প্রতিরোধ জরুরী।।প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক হলে সহজেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।

এতে আরো উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোপাল কৃঞ্চ দাশ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এসএম আকতার উদ্দীন চৌধুরী,সিএসই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম, গণিত ববিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আরিফুর ইসলাম,ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হাসেম উদ্দীন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শরমিন সিদ্দিকা লিমা, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান তসলিমা রশিদ, প্রভাষক বিভীষণ, কক্সবাজার সিটি কলেজে “ডেঙ্গু মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালন” – আয়োজন কমিটির আহবায়ক এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক নুরুল আবছার শিকদার, কমিটির সদস্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. ফিরোজ শাহ, কমিটির সদস্য এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক সুমন্ত চন্দ্র রায়, পিটি শিক্ষক রহমত উল্লাহ এবং রেড ক্রিসেন্টসহ কলেজের বিভিন্ন স্তরের শিক্ষার্থীবৃন্দ।
পরে তারা কলেজের রাস্তাসহ বিভিন্ন জায়গা পরিস্কার করেন এবং আগামী ১ সপ্তাহ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •