প্রেস বিজ্ঞপ্তি:
পুলিশই জনতা, জনতাই পুলিশ-এই স্লোগানকে সামনে রেখে নবগঠিত কক্সবাজার সদর কমিউনিটি পুলিশিং এর প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) বিকালে জেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা সভাপতি এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান রেজার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন।

সাধারণ সম্পাদক আব্দু রাজ্জাকের সঞ্চালনায় অনষ্ঠিানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর মডেল থানার অপারেশন অফিসার মোঃ ইয়াছিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, কাজী দিদারুল আলম, এইচ.এম নজরুল ইসলাম, মো. আনসারুল করিম, মমতাজ শাফিনা আজিম, মো. রিয়াদ, জসিম উদ্দিন, শাহীন মাহমুদ রাসেল, বোরহান উদ্দিন চৌধুরী, কাজী তামজিদ পাশা, মো. হান্নান, কাইয়ুম উদ্দিন, বেদারুল ইসলাম, নুরুল আলম, মিজানুর রহমান, নাছির উদ্দিন, ওসমান গণি, নেজাম উদ্দিন শাওন, মো. কামাল উদ্দিন, তানজিদ ওয়াহিদ লোটাস, সাজ্জাদুল ইসলাম, আনোয়ারুল আজম খোকন, শহিদ মোস্তফা শাহিদ, মো. দেলোয়ার হোছাইন মিন্টু, সৈয়দ করিম, মো. সামরান সিকদার, এম আবু হেনা সাগর, জামিল উদ্দিন, মো. সহিদুল্লাহ, রমজান আলী সরকার, জালাল উদ্দিন মিঠু, কামরুল হাসান সোহাগ, আমিনুল ইসলাম সজিব, নুরুল ইসলাম, তৌফিকুল ইসলাম, আব্দুল আজিজ, হেলাল উদ্দিন, মহি উদ্দিন মাহি প্রমুখ। বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উক্ত সভায় উপস্থিত ছিলেন।

পদ্মাসেতুতে ‘মানুষের মাথা লাগার’ গুজবের মধ্যে ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনিতে মানুষকে মেরে ফেলার ঘটনায় সাধারণ মানুষকে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা।

উক্ত মতবিনিময় সভায় সন্ত্রাস-জঙ্গি, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক উদ্ধার সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে।