cbn  

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি কক্সবাজার সদরের ঈদগাঁও সাংগঠনিক উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার বিকাল পাঁচটার দিকে কক্সবাজার সী হার্ট হোটেলের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গোমাতলীর মৌলানা নূরুল আমীনকে আহ্বায়ক ও ইসলামাবাদের জাহাঙ্গীর আলমকে সদসসচিব করে উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সভাপতি এ কে এম আজীজুল হক চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সহ সভাপতি মোহাম্মদ তৈয়ব। সঞ্চালক ছিলেন- জেলা সহ সাধারণ সম্পাদক জাফর আলম জাবের।

কমিটি নিম্নরুপ : মৌলানা নূরুল আমীন আহ্বায়ক ,  জাহাঙ্গীর আলম (ইসলামাবাদ) সদস্য সচিব ,যুগ্ম আহ্বায়ক যথাক্রমে  নূরুচ্ছাফা- (প্যানেল চেয়ারম্যান ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ), মোজাম্মেল হক, মোহাম্মদ তৈয়ব, আমান উল্লাহ ও মনি দাশ।

সদস্য- নুরুল কবির, হাফেজ নুরুল আলম, মনজুর আলম রঞ্জু, বদি আলম, হাজী ছাবের আহমদ ও নাছির উদ্দিন।

জেলা সহ সভাপতি মোহাম্মদ তৈয়ব’র সুপারিশ ক্রমে জেলা সভাপতি এ কে এম আজীজুল হক চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক জাফর আলম জাবের স্বাক্ষরিত এবং অনুমোদিত উক্ত কমিটিকে শুভেচ্ছা  জানান কক্সবাজার জেলা ছাত্রলীগের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও  চ’বি  প্রভাষক মোহাম্মদ আলী।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •