সংবাদ বিজ্ঞপ্তিঃ
বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিষ্ঠান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা প্রসূত কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) সংগঠন ‘রামু উপজেলা সিএইচসিপি এসোসিয়েশন’ এর ত্রি-বার্ষিক কাযর্করী পরিষদ নির্বাচন-২০১৯ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
২৫ জুলাই রামু উপজেলা হেলথ কমপ্লেক্সর সম্মেলন কক্ষে সভায় উপজেলার ২৬ টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের প্রত্যক্ষ ভোটে ১১ সদস্য বিশিষ্ট কার্যকারী পরিষদ গঠিত হয়।
বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন সভাপতি এস,এম রেজাউল করিম (বড়বিল কমিউনিটি ক্লিনিক), সহ সভাপতি নাছিমা আক্তার (লামারপাড়া কমিউনিটি ক্লিনিক), সাধারণ সম্পাদক এস,এম জাফর আলম (নন্দাখালী মুরাপাড়া কমিউনিটি ক্লিনিক), যুগ্ম সাধারণ সম্পাদক রিদুয়ানুল ইসলাম (রুস্তুম সুফিয়া কমিউনিটি ক্লিনিক), অর্থ সম্পাদক খাদিজা বেগম (দক্ষিণ চাকমারকুল কমিউনিটি ক্লিনিক), সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন (উত্তর কাহাতিয়াপাড়া কমিউনিটি ক্লিনিক), মহিলা বিষয়ক সম্পাদক রুপা বড়ুয়া (তেচ্ছিপুল কমিউনিটি ক্লিনিক), দপ্তর ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছমিরা বেগম (গোয়ালিয়াপালং কমিউনিটি ক্লিনিক), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার (ভরাচরকুল কমিউনিটি ক্লিনিক), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাকেত উল্লাহ (মাঝিরকাটা কমিউনিটি ক্লিনিক) এবং কার্যকরী সদস্য জুলেখা খানম (থিমছড়ী কমিউনিটি ক্লিনিক)।
নির্বাচন চালাকালীন পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ মোঃঅলিউর রহমান, ক্যাশিয়ার শাহেদুল হক, অফিস সহকারী দীপঙ্কর বড়ুয়া ধীমান, শৈবাল সেন, কেয়ার বাংলাদেশের উপজেলা কোর্অডিনেটর সাবিনা ইয়াছমিন।নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার স্বরচিতা বড়ুয়া (ধোয়াপালং কমিউনিটি ক্লিনিক), কমিশনার ও প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন শফিউল আলম (দারিয়ারদিঘী কমিউনিটি ক্লিনিক)।
পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন রিজিয়া বেগম (তিতারপাড়া কমিউনিটি ক্লিনিক)।