cbn  

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিগত ২০১৮-২০১৯ সালে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন পুরস্কার পেয়েছেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক এ শুদ্ধাচার পরিকল্পনা করা হয়েছিল। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান আনুষ্ঠানিভাবে কক্সবাজারের জেলা মোঃ কামাল হোসেনের হাতে বৃহস্পতিবার ২৫ জুলাই এ পুরস্কার তুলে দেন। পুরস্কার প্রদানের সময় চট্টগ্রামের বিভগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, দ্রুততম সময়ে নাগরিক সেবা প্রদান, ই-ফাইলিং কার্যক্রমে অগ্রগতিসহ Public Perception এর উপর ভিত্তি করে সার্বিক বিবেচনায় কক্সবাজার জেলা প্রশাসনকে এ পুরস্কার প্রদান করা হলো।
এ পুরস্কার অর্জনে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন-একটি সম্মিলিত টিম ওয়ার্ক নাহলে এ অর্জন কখনোই সম্ভব হতোনা। প্রসঙ্গত, জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জনপ্রশাসন পদক লাভ করেন। ২৩ জুলাই ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদের কাছ থেকে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে জনপ্রশাসন পদক, মেডেল ও সনদ গ্রহন করেন।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •